বিশ্বকাপের ফাইনালের স্মৃতি উস্কে আজ ফের জার্মানি-আর্জেন্টিনা
ক' মাস এই ম্যাচটা নিয়ে গোটা বিশ্ব উত্তেজনা কাঁপছিল। আর ঠিক ৫২ দিন পর ফিরে এল বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচ। আজ ডুসেলডর্ফে মুখোমুখি জার্মানি-আর্জেন্টিনা। চোটের জন্য মেসি না খেলতে পারলেও এই ম্যাচ নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে। বিশ্বকাপের বদলা আর্জেন্টিনা নিতে পারে কিনা সেটাই দেখার। সাবেয়ার পদত্যাগের পর আর্জেন্তিনার নতুন কোচ তাতা মার্তিনোর এটাই প্রথম ম্যাচ।
ওয়েব ডেস্ক: ক' মাস এই ম্যাচটা নিয়ে গোটা বিশ্ব উত্তেজনা কাঁপছিল। আর ঠিক ৫২ দিন পর ফিরে এল বিশ্বকাপ ফাইনালের সেই ম্যাচ। আজ ডুসেলডর্ফে মুখোমুখি জার্মানি-আর্জেন্টিনা। চোটের জন্য মেসি না খেলতে পারলেও এই ম্যাচ নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে। বিশ্বকাপের বদলা আর্জেন্টিনা নিতে পারে কিনা সেটাই দেখার। সাবেয়ার পদত্যাগের পর আর্জেন্তিনার নতুন কোচ তাতা মার্তিনোর এটাই প্রথম ম্যাচ।
তবু সবার আগ্রহের কেন্দ্রে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দেশের ম্যাচ৷ আর্জেন্তিনায় খেলবেন না মেসি৷ জার্মানি দলে বেশ কয়েকজন নতুন মুখ। কারণ জাতীয় দল থেকে অবসর নিয়ে ফেলেছেন লাম , ক্লোসে , মার্টেসেকারের মতো তারকার৷ লামের পরে যিনি অধিনায়ক হয়েছেন , সেই সোয়াইনস্টাইগারের চোটের জন্য অনিশ্চিত।
আজ রাতে আর্জেন্তিনার সঙ্গে খেলেই ৭ তারিখ স্কটল্যান্ডের বিরুদ্ধে জার্মানি প্রাক ইউরো ম্যাচ খেলতে নামবে৷ বিশ্বকাপ ফাইনালে খেললেও এই ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টিনার এসেকুয়েল লাবেসির পিঠে চোট৷ তিনিও খেলবেন কিনা সন্দেহ রয়েছে৷ ফলে তাতা মার্তিনোকে দি মারিয়া -রোখো -আগুয়েরো -হিগুইন এই চারজনকে ঘিরেই দল সাজাতে হবে।
জার্মানি-আর্জেন্টিনার মতই আজই রয়েছে স্পেন বনাম ফ্রান্স , ইতালি বনাম নেদারল্যান্ডসের মতো হাইপ্রোফাইল ম্যাচ৷
জার্মানি বনাম আর্জেন্তিনা ম্যাচ সরাসরি সোনি সিক্সে , রাত ১২.১৫ টা থেকে।