ফিফার ব্র্যান্ড অ্যাম্বাসাসাডর এবার নাকি মারাদোনা!
ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সঙ্গে সেই শুরুর দিন থেকেই তাঁর সম্পর্কটা আদায় কাঁচকলায়। কখনও কেউ কারও প্রাণ খুলে প্রশংসা করেছে বলে শোনা যায়নি। মারাদোনা যখন যেভাবে পেরেছেন, আক্রমণ করেছেন ফিফা কর্তাদের। আর ফিফা কর্তারাও যে, যখন পেরেছেন, মারাদোনাকে উন্মাদ প্রমাণ করতে কসুর রাখেননি। সেই সম্পর্ক এবার মধুর! হ্যাঁ, কারণ, মারাদোনাও এখন ফিফার ব্র্যান্ড অ্যাম্বাসাডর!
Updated By: Feb 10, 2017, 03:45 PM IST