নেইমারহীন বার্সেলোনাকে হারিয়ে সুপার কাপে চ্যাম্পিয়ন হল রোনাল্ডোহীন রিয়াল মাদ্রিদ
ওয়েব ডেস্ক: সুপার কাপের দ্বিতীয় পর্বের ম্যাচে নেইমারহীন বার্সেলোনাকে দুই-শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল রোনাল্ডোহীন রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে রিয়ালের কাছে এক-পাঁচ ব্যবধানে লজ্জার হার হারল বার্সেলোনা। নেইমারের অনুপস্থিতি হারে হারে টের পাচ্ছেন মেসিরা। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই বাজিমাত করল জিনেদিন জিদানের দল। প্রথম লেগের মতই এদিনও শুরু থেকে আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের চার মিনিটের মাথায় অসাধারণ গোল করে রিয়ালকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও। দ্বিতীয়ার্ধে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন করিম বেঞ্জিমা। মেসি-সুয়ারেজকে বোতলবন্দী করে স্ট্র্যাটেজির খেলায় বাজিমাত করলেন জিদান।
আরও পড়ুন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হবু কোচদের মহেন্দ্র সিং ধোনির পেপটক
অন্যদিকে, এমরসুমে চমক দেখিয়েই চলেছেন রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকার মার্কো অ্যাসেনসিও। সুপার কাপের ফাইনালের দুই পর্বেই বার্সেলোনার বিরুদ্ধে গোল করে নায়ক তিনি। আর তার মধ্যে বুধবার ফিরতি পর্বের ফাইনালের গোলটা এককথায় অসাধারণ। ম্যাচের বয়স তখন মাত্র চার মিনিট। তেত্রিশ গজ দুর থেকে বাঁ পায়ের কামান দাগা শটে গোল করে তাক লাগিয়ে দেন অ্যাসেনসিও। তাঁর নিখুঁত শট দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনও উপায় ছিল না বার্সোলোনার গোলকিপারের। ইতিমধ্যেই অ্যাসেনসিওকে ভবিষ্যতের রোনাল্ডো হিসাবে দেখতে শুরু করে দিয়েছেন রিয়াল সমর্থকরা।
আরও পড়ুন মালিঙ্গাদের বিরুদ্ধে রোহিত শর্মাদের নতুন পরিকল্পনা