কাল থেকে শুরু টেস্টের 'বিশ্বকাপ', ঐতিহ্যবাহী সিরিজ দিয়ে সূচনা
২০২১ সালের জুন মাসে শেষ হবে এই এই আয়োজন।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ ঘরে তুলেছে ইংল্যান্ড। আর এবার তাঁরা নামবে নতুন এক লক্ষ্যে। টেস্ট বিশ্বকাপ শুরু কাল থেকে। ঐতিহ্যবাহী অ্যাসেজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ’। ইংরেজদের কাছে বিশ্বকাপের মতোই গুরুত্ব পায় অ্যাসেজ। কাল বার্মিংহামের এজবাস্টনে অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টে খেলতে নামবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। অর্থাত্, এবার অ্যাসেজের সঙ্গে সঙ্গে টেস্টের বিশ্বকাপে জয় পাওয়ার হাতছানিও রয়েছে সদ্য বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের সামনে।
আরও পড়ুন- হুঙ্কার ছেড়ে শ্রীলঙ্কায় পাড়ি, সিরিজ হেরে চুনকাম হওয়ার আশঙ্কায় বাংলাদেশ!
নটি দল অংশ নেবে এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। ২০২১ সালের জুন মাসে শেষ হবে এই এই আয়োজন। আগামী দুই বছরে অনুষ্ঠিত হবে ২৭টি টেস্ট সিরিজ। মোট ম্যাচ হবে ৭২টি। প্রতিটি দল একাধিক দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলার পর শীর্ষ দুই দল শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডে। ফাইনালে বিজয়ী দল হবে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন। গতবার অ্যাসেজে ইংলিশদের ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়া শেষবার অ্যাসেজ জিতেছিল ২০০১ সালের। স্টিভ ও’র নেতৃত্বে।