হুঙ্কার ছেড়ে শ্রীলঙ্কায় পাড়ি, সিরিজ হেরে চুনকাম হওয়ার আশঙ্কায় বাংলাদেশ!

 ঘরের মাঠে পেয়ে বাংলাদেশকে দুরমুশ করে দিল শ্রীলঙ্কা। 

Updated By: Jul 31, 2019, 03:45 PM IST
হুঙ্কার ছেড়ে শ্রীলঙ্কায় পাড়ি, সিরিজ হেরে চুনকাম হওয়ার আশঙ্কায় বাংলাদেশ!

নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভেঙে পড়েছিলেন বাংলাদেশের সমর্থকরা। বিশ্বকাপ থেকে বিদায়ের পরই শ্রীলঙ্কা উড়ে গিয়েছিল তাঁদের প্রিয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে দুধের স্বাদ ঘোলে মেটানোর স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল খেলার অঙ্গীকারও করেছিলেন তামিম, মুশফিকুররা। এমনকী, শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে হুঙ্কারও ছেড়ে রেখেছিলেন তাঁরা। কিন্তু বাস্তবে হল ঠিক তার উল্টো। ঘরের মাঠে পেয়ে বাংলাদেশকে দুরমুশ করে দিল শ্রীলঙ্কা। সিরিজ তো হাতছাড়া হলই, এবার হোয়াইট ওয়াশ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের।

আরও পড়ুন-  ''খেলতে দিন, পারিশ্রমিক লাগবে না'', কাতর আকুতি জিম্বাবোয়ের ক্রিকেটারদের

দুই ম্যাচে হার। ইতিমধ্যে একদিনের সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচে হারলেই চুনকাম হওয়ার লজ্জা বরণ করতে হবে টাইগারদের। শেষ ম্যাচে হার এড়াতে দলে একাধিক পরিবর্তন করেছে বাংলাদেশ। বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে নেওয়া হয়েছে দলে। এছাড়া রুবেল হোসেনকেও দলে নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা খারাপ হল না শ্রীলঙ্কার। ১৮.২ ওভারে এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কা এখন ৮৭। 

আরও পড়ুন-  হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেম! সম্পর্ক নিয়ে মুখ খুললেন উর্বশী রউতেলা

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শ্রীলংকা শেষ ম্যাচে দলে বড়সড় পরিবর্তন করেছে। লাহিরু থিরিমান্নের জায়গায় সেহান জয়সুরিয়াকে নেওয়া হয়েছে। দাশুন সানাকাকে দলে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ইসুরু উদানার জায়গায় দলে ঢুকেছেন অনিন্দু হাসারাঙ্গা। এছাড়া নুয়ান প্রদীপের জায়গায় কাশুন রাজিথা এসেছেন।

.