Ashes Third Test: অজিদের আগুনে ক্রিকেটে প্রথম দিনেই কোণঠাসা ইংরেজরা

ইংল্যান্ডের বিপর্যয় অব্যাহত। অস্ট্রেলিয়ার দাপুটে ক্রিকেট চলছেই।

Updated By: Dec 26, 2021, 02:41 PM IST
Ashes Third Test: অজিদের আগুনে ক্রিকেটে প্রথম দিনেই কোণঠাসা ইংরেজরা
উইকেট নেওয়ার পর কামিন্সের উচ্ছ্বাস

ইংল্যান্ড ১৮৫
অস্ট্রেলিয়া ৬১/১

নিজস্ব প্রতিবেদন: 'মর্নিং শোজ দ্য ডে'! কথাটা ক্রিকেটে বহু ক্ষেত্রেই মিলে যায়। রবিবার অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে অ্যাশেজের তৃতীয় টেস্ট (Ashes Third Test) বক্সিং-ডে টেস্টে মেলবোর্নে মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (Australia VS England)। প্রথম দিনেই অস্ট্রেলিয়া যে দাপট দেখাল, তাতে করা বলা যেতেই পারে যে, অস্ট্রেলিয়া সম্ভবত প্রথম দুই টেস্টের মতোই তৃতীয় টেস্টেও জিতেই মাঠ ছাড়বে। ফের একবার ইংল্যান্ডের চেনা ব্যাটিং বিপর্যয়ের চিত্র ফুটে উঠল। চলতি অ্যাশেজে অজিদের আগুনে ক্রিকেটে ফের কোণঠাসা ইংরেজরা।

আরও পড়ুন: S Sreesanth: ছক্কা হাঁকিয়ে ব্যাট ঘুরিয়ে নাচ! মনে পড়ে শ্রীসন্থের সেই কীর্তি?

এদিন টস জিতে প্যাট কামিন্স (Pat Cummins) ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জো রুটদের (Joe Root)। অজি বোলারদের দাপটের সামনে ইংল্যান্ড ব্যাটিং লাইন-আপ খড়কুটোর মতো উড়ে গেল। কামিন্স ও ন্যাথান লিঁয় তুলে নিলেন তিনটি করে উইকেট। জোড়া উইকেট পেলেন মিচেল স্টার্ক। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান রুটের (৫০)। এরপর জনি বেয়ারস্টো (৩৫)। ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে মাত্র ১৮৫ রানে। জবাবে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে তুলেছে ৬১ রান। ওপেন করতে নেমে মার্কাস হ্যারিস অপরাজিত আছেন ২০ রানে। ডেভিড ওয়ার্নার ৩৮ করে ফিরে যান। হ্যারিসের সঙ্গে রয়েছেন লিঁয় (০)। চলতি অ্যাশেজে অস্ট্রেলিয়া প্রথম টেস্টে গাবায় ৯ উইকেটে জেতে। এরপর অ্যাডিলে়ডে দিন-রাতের টেস্টে ২৭৫ রানে জিতে সিরিজে ২-০ এগিয়ে আছে। দেখা যাক মেলবোর্নেও শেষ হাসি অস্ট্রেলিয়া হাসে কিনা!

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.