Cyclone Yaas: ময়নার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন Ashoke Dinda

এবার ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিজে গিয়ে পরিদর্শন করে আসলেন অশোক দিন্দা।

Updated By: May 27, 2021, 07:54 PM IST
 Cyclone Yaas: ময়নার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন Ashoke Dinda

নিজস্ব প্রতিবেদন: ময়নার বিজেপি (BJP) বিধায়ক অশোক দিন্দা (Ashoke Dinda) প্রলয়-ঝড়ের পর নেমে পড়লেন যুদ্ধের ময়দানে। ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) আসার আগেই দিন্দা টুইটারে নিজের ফোন নম্বর শেয়ার করে জানিয়ে ছিলেন যে, বিপর্যয় ঠেকাতে ও এই দুর্যোগের মোকাবিলায় তিনি ও তাঁর ১২টি দল প্রস্তুত আছে।

দিন্দা এও জানান, যে কোনও প্রয়োজনে ময়নাবাসী যেন তাঁকে সরাসরি ফোন করে নেন। এবার ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে তিনি নিজে গিয়ে পরিদর্শন করে আসেন। প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার এও জানিয়ে দেন যে, তিনি এই বিপদে মানুষের পাশেই আছেন। তাঁদের সাহায্য করার জন্য কোনও ত্রুটিই তিনি রাখবেন না।

আরও পড়ুন: Cyclone Yaas: ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলায় 'আমরা আপনার পাহারাদার', টুইট করলেন Manoj Tiwary

বাংলায় পদ্মশিবিরের ভরাডুবি হলেও বিজেপি-র টিকিটে জয়ী হন দিন্দা। তৃণমূলের সংগ্রাম কুমার দোলইকে ১৪০৯ ভোটে হারান তিনি। দিন্দার মোট প্রাপ্ত ভোট ১ লক্ষ ৭ হাজার ২৫৭। ক্রিকেটের ময়দানে দিন্দা যে লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন, রাজনীতির আঙিনাতেও বুক চিতিয়ে লড়ছেন তিনি।

.