আমি করলে দোষ! 'মানকাড' নিয়ে ইংরেজ পেসারকে ধুয়ে দিলেন অশ্বিন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতকাল ফের মানকাড আউট দেখা যায়। পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে। পাকিস্তানের ওপেনার মহম্মদ হুরাইরাকে মানকাড আউট করেন ১৫ বছর বয়সী আফগান স্পিনার নুর আহমেদ। 

Updated By: Feb 1, 2020, 06:21 PM IST
আমি করলে দোষ! 'মানকাড' নিয়ে ইংরেজ পেসারকে ধুয়ে দিলেন অশ্বিন

নিজস্ব প্রতিবেদন : গত বছর আইপিএলে রাজস্থানে ইংলিশ ক্রিকেটার জস বাটলারকে মানকাড আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অর্থাত্, অশ্বিন বল রিলিজ করার আগে বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সেই সুযোগে বেল উড়িয়ে বাটলারকে আউট করেন অশ্বিন। সেই মানকাড আউট নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। সেবার প্রকাশ্যে অশ্বিনকে তুলোধনা করেছিলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এমনকী ‘শ্রেডার মেশিন’-এ অশ্বিনের ছবি কুচি কুচি করেছিলেন অ্যান্ডারসন। অশ্বিন তাতে দমে যাননি। উল্টে বলেছিলেন, যা করেছেন তা আইনিভাবে সঠিক। সুযোগ হলে আবার করবেন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতকাল ফের মানকাড আউট দেখা যায়। পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে। পাকিস্তানের ওপেনার মহম্মদ হুরাইরাকে মানকাড আউট করেন ১৫ বছর বয়সী আফগান স্পিনার নুর আহমেদ। আর তার পরই জেমস অ্যান্ডারসন ফের টুইট করেছেন। লিখেছেন, এই আইনটা কি মুছে ফেলা যায় না! অ্যান্ডারসনকে ধুয়ে দেওয়ার সুযোগ ছাড়েননি। তিনি পাল্টা লিখেছেন, ''আইন বিলোপ করতে হয়তো সময় লেগে যাবে। শ্রেডার মেশিন দিয়ে আপাতত কাজ চলতে পারে।'' ইংলিশ পেসার এর পর আর কিছু বলেননি। তবে তিনিও ছেড়ে কথা বলার পাত্র নন।

আরও পড়ুন-  চাহ্বলের Tiktok ভিডিয়ো! টুপি পরা লোকটা কে, রহস্য!

পুরনো ঘটনার পর কেটেছে ১০ মাস। কিন্তু অশ্বিন যে এখনও অ্যান্ডারসনের সেই খোঁচার কথা ভোলেননি তা স্পষ্ট। গত বছর মার্চে অ্যান্ডারসনের সেই কীর্তি নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। ক্রিকেট সমর্থকরা বলেছিলেন, অ্যান্ডারসন যেটা করেছেন সেটা মোটেও ঠিক করেননি। একজন ক্রিকেটার হয়ে সব সময় আরেকজন ক্রিকেটারের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। অ্যান্ডারসন অবশ্য আজ পর্যন্ত অশ্বিনের কাছে তা নিয়ে ক্ষমা চাননি। 

.