IND vs PAK, Asia Cup 2023: পাকিস্তানেই এশিয়া কাপ! রোহিতের টিম ইন্ডিয়া খেলবে কোথায়? জেনে নিন

যাবতীয় তর্ক-বিতর্কের শেষে পাকিস্তানেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। শোনা যাচ্ছে, নিরপেক্ষ কোনও কেন্দ্র নয়, পাকিস্তানের মাটিতেই টুর্নামেন্ট খেলা হবে। তবে ভারতের ম্যাচগুলি পাকিস্তানে খেলা হবে না। নিরাপত্তার কারণে ভারতের ম্যাচগুলি অন্য কোনও দেশে সরিয়ে দেওয়া হবে।   

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 24, 2023, 02:14 PM IST
IND vs PAK, Asia Cup 2023: পাকিস্তানেই এশিয়া কাপ! রোহিতের টিম ইন্ডিয়া খেলবে কোথায়? জেনে নিন
পাকিস্তানের মাটিতে রোহিত শর্মা ও বাবর আজমের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের (Pakistan) মাটিতেই আয়োজিত হবে। তবে টিম ইন্ডিয়া (Team India) নিজেদের ম্যাচগুলো অন্য দেশে খেলবে! সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। নিরাপত্তার অভাবে অনেক আগে থেকেই পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে অনীহা প্রকাশ করেছিল বিসিসিআই (BCCI)। বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পর বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) জানিয়ে দিয়েছিলেন যে, পাকিস্তানে গিয়ে ভারতের পক্ষে এশিয়া কাপ (Asia Cup 2023) খেলা সম্ভব নয়। আর এরপর থেকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে বিবাদ চরমে ওঠে। 

জয় শাহ আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান। সেইজন্য তাঁর দিকে তোপ দেগেছিলেন তৎকালীন পিসিবি (PCB) প্রধান রামিজ রাজা (Ramiz Raza)। এরপর রামিজের আসনে নাজম শেঠি ((Najam Sethi) বসার পর, তিনিও এই ইস্যু নিয়ে বিসিসিআই-এর প্রবল সমালোচনা করেছিলেন। যদিও কোনও লাভ হয়নি। আর এখন শোনা যাচ্ছে যে নিরাপত্তার কারণে ভারতের ম্যাচগুলি অন্য কোনও দেশে সরিয়ে দেওয়া হবে। তবে ভারতীয় দল কোন দেশে খেলবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি বলেই সূত্রের খবর।

ভারতের ভেন্যু হিসেবে আপাতত চার-পাঁচটি দেশের নাম নিয়ে আলোচনা চলছে। দৌড়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর নাম। ২০২২ সালে গোটা এশিয়া কাপ আয়োজন করেছিল মরুদেশটি। এছাড়াও আলোচনায় রয়েছে ওমান ও শ্রীলঙ্কা। এমনকি, ইংল্যান্ডেও আয়োজিত হতে পারে ভারতের ম্যাচগুলি। আপাতত এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলবে ভারত, এমনটাই জানা গিয়েছে। পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত। 

আরও পড়ুন: Sunil Gavaskar and Rohit Sharma: রোহিতের কাজে বেজায় চটলেন গাভাসকর! কিন্তু কেন?

আরও পড়ুন: Virender Sehwag vs Greg Chappell: ফের 'গুরু গ্রেগ'-কে কাঠগড়ায় দাঁড় করালেন বীরু, কী বললেন?

সেপ্টেম্বরে হবে এই প্রতিযোগিতা। ৫০ ওভারের ম্যাচ হবে এবারের এশিয়া কাপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আরও একটি দেশ খেলবে। সেই দেশ যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। আসন্ন এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ খেলা হবে।

সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের মাটিতেই গোটা প্রতিযোগিতা আয়োজিত হবে। শুধুমাত্র ভারতের ম্যাচের ক্ষেত্রে ব্যতিক্রম। রোহিত শর্মাদের যেন পাকিস্তানে ঢুকতেই না হয়, সেরকমই ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের বাইরে অন্য কোনও দেশে শুধুমাত্র ভারতের ম্যাচগুলি আয়োজন করা হবে। এমন অবস্থায় এই ইস্যু নিয়ে বিতর্ক কবে থামে সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.