Asia Cup 2023: 'গেট লস্ট'! উদ্বোধনী অনুষ্ঠানের বেদম ঠেলা, গায়িকাদের 'অত্যাচারে' অতিষ্ঠ পাকিস্তান

Asia Cup 2023 Opening Ceremony Sees Hilarious Meme Fest: এশিয়া কাপের ১৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান দেখে রীতিমতো বিরক্ত হয়েছেন পাকিস্তানের ফ্যানরা। ট্যুইটারে শুরু হয়েছে ট্রোল বন্যা।  

শুভপম সাহা | Updated By: Aug 30, 2023, 06:34 PM IST
Asia Cup 2023:  'গেট লস্ট'!  উদ্বোধনী অনুষ্ঠানের বেদম ঠেলা, গায়িকাদের 'অত্যাচারে' অতিষ্ঠ পাকিস্তান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু হয়ে গেল এশিয়া কাপ (Asia Cup 2023)। মুলতানে (Multan Cricket Stadium) কাপযুদ্ধের অভিষেক ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নেপাল (Pakistan vs Nepal)। খেলা শুরুর আগে পিসিবি (PCB) ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। পাকিস্তানের জনপ্রিয় গায়িকা আইমা বেগের (Aima Baig) সঙ্গেই মাইক্রোফোন হাতে, মঞ্চে পাওয়া গিয়েছিল নেপালের ত্রিশালা গুরুংকে (Trishala Gurung)। বলে রাখা ভালো আইমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যা ৬ মিলিয়ন (৬০ লক্ষ)। অন্যদিকে ত্রিশালাকে ফলো করেন ২ লক্ষ ৩৯ হাজার মানুষ। ১৫ মিনিটের এই ম্য়াড়ম্য়াড়ে উদ্বোধনী অনুষ্ঠান দেখে চূড়ান্ত হতাশ হয়েছেন খোদ পাকিস্তানের ফ্যানরা। তাঁদের দাবি আইমা-ত্রিশালা গান সহ্য করার মতো নয়। এর চেয়ে অনেক ভালো অনুষ্ঠান করা যেত। বাবর আজমদের খেলা চলাকালীনই পাকিস্তানে শুরু হয়ে যায় ট্রোল বন্য়া।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: WATCH | Babar Azam: পেলেন বহুমূল্যের 'সারপ্রাইজ গিফট'! পাক অধিনায়কের গ্যারেজে এবার দুর্লভ গাড়ি, দিলেন কে?

চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন'টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল। আগামী ২ সেপ্টেম্বর 'মাদার অফ অল ব্যাটল' দিয়েই কাপযুদ্ধের অভিযান শুরু হচ্ছে। ভারত-পাকিস্তান মুখোমুখি শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে। 

এশিয়া কাপের নামার আগেই কিন্তু পাকিস্তানের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। কারণ তারা সদ্যই আফগানিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে, হোয়াইটওয়াশ করে আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে। হ্যাঁ, পাকিস্তানই এখন বিশ্বের এক নম্বর ওয়ানডে টিম। দুয়ে অস্ট্রেলিয়া, তিনে ভারত, চারে নিউ জিল্য়ান্ড ও পাঁচে ইংল্য়ান্ড। বাবর ভারত-পাক ম্য়াচের প্রসঙ্গে বলেছেন, 'ভারত-পাকিস্তান ম্যাচে সবসময় প্রতিদ্বন্দ্বিতা থাকে। সারা বিশ্ব এই ম্যাচ দেখে ও উপভোগ করে। আমারও খুব উপভোগ করি। আমি মনে করি ভারত-পাক ম্য়াচ একদিকে যেমন অত্যন্ত প্রতিযোগিতামূলক, অন্যদিকে ক্রিকেটের মানও খুবই ভালো। ফ্যানরাও ভারত-পাকিস্তান ম্যাচ মিস করেন। দু'টি টিমই নিজেদের ১০০ শতাংশ মাঠে উজাড় করে দেয়।'

আরও পড়ুন: Mohun Bagan Super Giant: মহাযুদ্ধে নক্ষত্রহীন মেরিনার্স! অজি বিশ্বকাপারের প্রবল গর্জন, কী বলছেন ফেরান্দো-কামিন্স?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.