করোনা পরবর্তী সময়ে এশিয়া কাপ কি আদৌ হবে; ইতিবাচক আলোচনা ACC-র বৈঠকে

সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সূত্রের খবর,বৈঠক ইতিবাচক হয়েছে।

Updated By: Jun 9, 2020, 05:56 PM IST
করোনা পরবর্তী সময়ে এশিয়া কাপ কি আদৌ হবে; ইতিবাচক আলোচনা ACC-র বৈঠকে

নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের কারণে থমকে গিয়েছিল ক্রিকেট। তবে বিধি নিষেধ মেনে ধীরে ধীরে আবার বাইশ গজে ফিরতে চলেছে ক্রিকেট। একই কারণে চলতি বছরের এশিয়া কাপ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবছর আদৌ কি এশিয়া কাপ হবে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলেই জানা গিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত ঝুলে রয়েছে। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে চলতি বছরে সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে করার পরিকল্পনা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় বিসিসিআই। তাই ভেনু পরিবর্তন নিয়ে মার্চের শুরুতেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে তা স্থগিত হয়ে যায়।

সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সূত্রের খবর,বৈঠক ইতিবাচক হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কী সিদ্ধান্ত নেয় আইসিসি, তারপরেই জুনের শেষ সপ্তাহে এশিয়া কাপ নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে এসিসি। তবে পাকিস্তান থেকে সরে এশিয়া কাপ দুবাইতে হতে পারে বলেও অনেকে মনে করছেন।

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যে অগ্রাধিকার পাবে সেটা এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে ২০২২ সালে এশিয়ান গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে।

 

আরও পড়ুন - অবসর জল্পনা যখন তুঙ্গে, তখন ধোনির দলে নির্বাচনের অজানা এক গল্প শোনালেন কিরমানি

 

.