Asian Games 2023: অধিনায়ক রুতুরাজের প্রথম ম্যাচেই জয়, নেপালকে ২৩ রানে উড়িয়ে এশিয়ান গেমসের সেমিতে ভারত

ভারত, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তাদের নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করে। ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কওয়াড় ১০৩ রানের একটি জুটি গড়েন। জয়সওয়াল শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। দলের স্কোর যখন ১০৩ রান তখন দশম ওভারে ডিএস আইরির বলে আউট হওয়ার আগে গায়কওয়াড় ২৩ বলে ২৫ রান করেন।

Updated By: Oct 3, 2023, 12:10 PM IST
Asian Games 2023: অধিনায়ক রুতুরাজের প্রথম ম্যাচেই জয়, নেপালকে ২৩ রানে উড়িয়ে এশিয়ান গেমসের সেমিতে ভারত
ছবি: ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই জয় রুতুরাজ গায়কোয়াড়ের। হ্যাংঝৌতে পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে একটি রোমাঞ্চকর ম্যাচে, ভারতীয় ক্রিকেট দল নেপালকে ২৩ রানে হারিয়েছে। এই জয়ের হাত ধরে ২০২৩ এশিয়ান গেমসে পুরুষদের T20I প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তাঁরা। যদিও ম্যাচে নেপাল ভারতকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে।

ভারত, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তাদের নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০২ রান করে। ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কওয়াড় ১০৩ রানের একটি জুটি গড়েন। জয়সওয়াল শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। দলের স্কোর যখন ১০৩ রান তখন দশম ওভারে ডিএস আইরির বলে আউট হওয়ার আগে গায়কওয়াড় ২৩ বলে ২৫ রান করেন।

আরও পড়ুন: Mohun Bagan: যুবভারতীতে 'খলনায়ক' থেকে নায়ক কামিন্স! শেষ মুহূর্তে বাজিমাত সবুজ-মেরুনের

নেপালের বোলাররা মাঝের ওভারে শক্তিশালী প্রত্যাবর্তন করে। সেই সময়ে ভারতীয় দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় তাঁরা। ২ রানে ফেরেন তিলক ভার্মা এবং ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন জিতেশ শর্মা। দুজনেই যথাক্রমে সোমপাল কামি এবং সন্দীপ লামিছানের বলে আউট হন।

যদিও জয়সওয়াল নিজের আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান এবং ৪৮ বলে সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছয়। তবে মাইলফলক পৌঁছানোর পরেই আইরির হাতে আউট হন তিনি।

ডেথ ওভারে, রিংকু সিং ১৫ বলে চারটি ছয় সহ একটি বিস্ফোরক অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন। শিবম দুবেও ১৯ বলে ২৫ রান করেন।

নেপালের পক্ষে, দীপেন্দ্র সিং আইরি ৪ ওভারে ৩১ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে রোহিত পাউডেল তিন ওভারে ২৬ রান দেন। একটি করে উইকেট নেন সন্দীপ লামিছানে ও সোমপাল কামি।

আরও পড়ুন: Durga Puja 2023 | Ronaldinho: পুজোর কলকাতায় রোনাল্ডিনহো! কোথায় যাবেন, কী করবেন কিংবদন্তি?

নেপালের ইনিংসের মোড় ঘুরিয়ে একই ওভারে কুশল মাল্লা (২৯ রান) ও রোহিত পাউডেলকে (৩ রান) আউট করেন রবি বিষ্ণোই। দীপেন্দ্র সিং আইরি একটি সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী ইনিংস খেলেন। শিবম দুবের বিরুদ্ধে টানা তিনটি ছয় মারেন তিনি। এরপরে বিষ্ণোইয়ের বলে আউট হন তিনি। ১৫ বল ৩২ রান করেন আইরি।

পাঁচ উইকেট হাতে থাকা অবস্থায় শেষ পাঁচ ওভারে নেপালের প্রয়োজন ছিল ৭৫ রান। সুনদীপ জোরা ১২ বলে দ্রুত ২৯ রান করার পর আউট হন। এর মধ্যে তিনটি ছয় ছিল। করণ কেসি অপরাজিত ১৮ রান করেন। কিন্তু নেপালের জয় নিশ্চিত করার জন্য এই প্রচেষ্টা যথেষ্ট ছিল না।

ভারতের পক্ষে, রবি বিষ্ণোই এবং আবেশ খান অসাধারণ বোলিং করেন। প্রত্যেকে তিনটি করে উইকেট নেন। আরশদীপ সিংও তিনটি উইকেট নেন, আর সাই কিশোর একটি উইকেট নেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.