নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান সুপার লিগ আর আই লিগের লড়াইয়ে রাউন্ড ওয়ানে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে এটিকে। রবিবার প্রায় বত্রিশ হাজার দর্শক গ্যালারিতে বসে ম্যাচ দেখেছেন আইএসএলের কলকাতা দলের। সেখানে ইস্টবেঙ্গল-আইজল ম্যাচে কুড়ি হাজার দর্শকও হয়নি। মাঠে লোক টানতে বিনামূল্যে জার্সি বিলিয়েছে এটিকে। এখানেই শেষ নয়। এটিকে কর্ণধারের দাবি আরও চমক থাকছে তাদের।

আরও পড়ুন- 'ক্রিকেটেশ্বর'কে বিরল সম্মান বিসিসিআইয়ের, ভারতীয় ক্রিকেটে সচিনের ১০ নম্বর জার্সির অবসর!

বিদেশি ফুটবলের ঢঙে কলকাতায় একটা ফুটবল কালচার তৈরি করতে চাইছে এটিকে। তবে আইজল ম্যাচে কম দর্শক হওয়া নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। এত প্রতিকূলতার মধ্যে যে দর্শক এসেছে, তাকে যথেষ্ট মনে করছেন তিনি। আইএসএলকে খোঁচা দিয়ে শীর্ষকর্তার বক্তব্য তারা তো আর বাড়ি গিয়ে টিকিট পৌঁছে দেন না।

আরও পড়ুন-  বিরাটের বিয়ে বিদেশে!

English Title: 
ATK crowd beats East Bengal's fan base
News Source: 
Home Title: 

দর্শক টানতে ফ্রি-জার্সি এটিকে-র, গ্যালারি ভরানো নিয়ে ভাবছে না ইস্টবেঙ্গল

দর্শক টানতে ফ্রি-জার্সি এটিকে-র, গ্যালারি ভরানো নিয়ে ভাবছে না ইস্টবেঙ্গল
Yes
Is Blog?: 
No
Section: