ATK Mohun Bagan, AFC Cup: সেমিফাইনালে যুবভারতীতে সবুজ-মেরুনের সামনে আসিয়ান চ্যাম্পিয়ন
৯ অগাস্ট ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসার বনাম মালয়েশিয়ার কেডাহ দারুল আমনের বিরুদ্ধে খেলবে। ১০ অগাস্ট ভিয়েতনামের ভিতেল এফসি খেলবে কুয়ালালামপুর সিটি এফসি-র বিরুদ্ধে। এই দুই দল আসিয়ান অঞ্চলের ফাইনালে খেলবে ২৪ অগাস্ট। এই ফাইনালের বিজয়ীর সঙ্গেই খেলবেন প্রীতম কোটাল, হুগো বুমোসেরা।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে (AFC Cup inter zonal semifinal) এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) খেলবে আসিয়ান বিভাগের চ্য়াম্পিয়ন ক্লাবের সঙ্গে। এখনও পর্যন্ত ঠিক আছে এই ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এখনও পর্যন্ত কলকাতায় এএফসি কাপের আন্তঃ জোনাল সেমিফাইনাল ম্যাচ হয়নি। খেলা ৭ সেপ্টেম্বর। বৃহস্পতিবারেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এই ড্র। আসিয়ান বিভাগে চ্য়াম্পিয়ন হওয়ার লড়াইয়ে রয়েছে চারটি ক্লাব। আসিয়ান বিভাগের এই চার ক্লাব তার আগে মুখোমুখি হবে আঞ্চলিক সেমিফাইনালের জন্য।
৯ অগাস্ট ইন্দোনেশিয়ার পিএসএম মাকাসার বনাম মালয়েশিয়ার কেডাহ দারুল আমনের বিরুদ্ধে খেলবে। ১০ অগাস্ট ভিয়েতনামের ভিতেল এফসি খেলবে কুয়ালালামপুর সিটি এফসি-র বিরুদ্ধে। এই দুই দল আসিয়ান অঞ্চলের ফাইনালে খেলবে ২৪ অগাস্ট। এই ফাইনালের বিজয়ীর সঙ্গেই খেলবেন প্রীতম কোটাল, হুগো বুমোসেরা।
Here are the #AFCCup2022 Knockout Stage draw results.
Who are you rooting to be crowned as champions? pic.twitter.com/I0y6NHCqMz
— #AFCCup2022 (@AFCCup) July 14, 2022
এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালে ইতিমধ্যেই চলে গিয়েছে হংকংয়ের ইস্টার্ন লং লায়ন্স (পূর্বাঞ্চল) এবং এটিকে মোহনবাগান (দক্ষিণাঞ্চল)। চলতি মাসের শেষেই অনুশীলন শুরু হবে এটিকে মোহনবাগানের। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকেই কলকাতায় আসতে শুরু করবেন কোাচ জুয়ান ফেরান্দো ও বিদেশি ফুটবলারেরা।
আরও পড়ুন: Virat Kohli, WI vs IND T20I: কুঁচকির চোটে বিশ্রামে বিরাট, দলে ফিরলেন অশ্বিন-রাহুল
আরও পড়ুন: Ravichandran Ashwin: 'ব্লাইন্ড স্পট' নিয়ে সরব অশ্বিন, নিয়ম বদলের দাবি তুললেন