ISL ড্রাফটিংয়ে সবচেয়ে ভাল দল গোয়ার, সৌরভের দলে সঞ্জু-এক নজরে কোন দলে কে

মুম্বই: ইন্ডিয়ান সুপার লিগের জন্য দুদিনের ড্রাফটিং শেষ হল।

Updated By: Jul 23, 2014, 08:22 PM IST
ISL ড্রাফটিংয়ে সবচেয়ে ভাল দল গোয়ার, সৌরভের দলে সঞ্জু-এক নজরে কোন দলে কে

মুম্বই: ইন্ডিয়ান সুপার লিগের জন্য দুদিনের ড্রাফটিং শেষ হল। দুদিন মিলে ৮৪জন ফুটবলারকে বেছে নিল ছটি ফ্রাঞ্চাইজি। সৌরভের দল অ্যাটলেটিকো ডি কলকাতা দ্বিতীয় দিন ঘরে তুলল সঞ্জু, কিংশুক, শুভাশিসদের। সচিনের দল দ্বিতীয় দিন তুলে নিল সাবিথ,সন্দীপ নন্দীদের। দুদিন মিলিয়ে যে 4 জন ফুটবলারকে দলে নিয়েছে কেরালা ফ্রাঞ্চাইজি তার মধ্যে ছজনই সহকারী কোচ ট্রেভর মর্গ্যানের কোচিংয়ে খেলেছেন ইস্টবেঙ্গলে।

ভারতীয় ফুটবলে এই ভাবে ফুটবলার নেওয়ার প্রক্রিয়া নতুন। রীতিমত হোমওয়ার্ক করে ড্রাফটিংয়ে নেমেছিলেন সব দলের কর্তারা। আটটি দলের মধ্যে তুল্যমূল্য বিচারে আইএসএলে কিছুটা এগিয়ে শুরু করবে টিম গোয়া। আইলিগে ডেম্পোর হয়ে খেলা ফুটবলাররাই একসঙ্গে খেলবেন গোয়ার দলটিতে। যার ফলে গোয়ার দলের কম্বিনেশন যে কোনও দলকে টেক্কা দেবে। ভারসাম্যের বিচারে গোয়ার দলটির ঠিক পিছনেই রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি।

এই দলেও রয়েছেন জাতীয় দলের এবং আই লিগের সেরা ফুটবলাররা। সব ফ্রাঞ্চাইজি দলগঠনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে। সেই বিচারে কলকাতা, পুণে, মুম্বই, বেঙ্গালুরু দলের মধ্যেগুনগত মানের পার্থক্য উনিশ বিশ।

আইএসএল-এ কোন দলে কোন ফুটবলার (বন্ধনীতে নিলামের দ্বিতীয় দিনে আসা ফুটবলাররা)

অ্যাটলেটিকো কলকাতা (Atletico de Kolkata): কেভিন লোবো, অর্ণব মণ্ডল, ডেঞ্জিল ফ্র্যাঙ্কো,রাকেশ মাসি, মহম্মদ রফিক, মহম্মদ রফি, বিশ্বজিত্‍ সাহা (সঞ্জু প্রধান, কিংশুক দেবনাথ, লেস্টার ফার্নান্ডেজ, শুভাশিষ রায়চৌধুরী, বলজিত্‍ সাহানি, ক্লাইম্যাক্স লরেন্স, মোহনরাজ

Pune: Lenny Rodrigues, Dharmaraj Ravanan, Ashutosh Mehta, Joaquim Abranches, Pritam Kotal, Manish Maithani, Israil Gurung (Deepak Devrani, Tapan Maity, Arindam Bhattacharya, Anupam Sarkar, Pratik Shinde, Lalit Thapa, Mehrajuddin Wadoo)

Mumbai: Subrata Pal, Lalrindika Ralte, Syed Rahim Nabi, Raju Gaikwad, Subash Singh, Ram Malik, Deepak Mondal (Rohit Mirza, Ishan Debnath, Nadong Bhutia, Asif Kottayil, Peter Costa, Lalrinfela, Sushil Kumar Singh

Kerala Blasters: Mehtab Hossain, Sandesh Jhingan, Ishfaq Ahmed, Gurwinder Singh, Nirmal Chettri, Sushant Matthew, Godwin Franco (Avinabo Bag, Sandip Nandy, CS Sabeeth, Luis Barreto, Milagres Gonsalves, Ramandeep Singh, Renedy Singh

Bengaluru: Harmanjot Khabra,Dhanachandra Singh, Jeje Lalpekhlua, Gouramangi Singh, Shilton Paul, Denson Devadas, Khelemba Meitei (Abhishek Das, Jayesh Rane, Abhijit Mondal, Anthony Barbosa, Dane Pereira, NP Pradeep, Jaison Vales

Delhi Dynamos: Francis Fernandes, Robert Lalthamuana, Naoba Singh, Shylo Malswamtluanga, Shouvik Ghosh, Shouvik Chakraborty, Munmun Lugun (Adil Khan, Manish Bhargav, Govin Singh, Jagroop Singh, Steven Dias, Anwar Ali, Manandeep Singh)

North East United FC: Kunzang Bhutia, Jibon Singh, Durga Boro, Aibor Khongjee, Zodingliana Ralte, TP Rehnesh, Boithang Haokip (Pritam Kumar Singh, Milan Singh, Robin Gurung, Alan Deory, Redeem Tlang, Semilen Doungel, David Ngaihte)

Goa: Laxmikant Kattimani, Debabrata Roy, Gabriel Fernandes, Clifford Miranda, Jewel Raja, Alwyn George, Narayan Das (Mandar Rao Desai, Romeo Fernandes, Peter Carvalho, Holicharan Narzary, Pronay Halder, Prabir Das, Rowilson Rodrigues)

 

 

 

 

 

 

 

 

.