একটানা ৫৬ সপ্তাহ টেনিস র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উইম্বলডন জয়ী জোকো, দুইয়ে ফেডেরার

সবচেয়ে বেশি সময় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে থাকার দৌড়ে রাফায়েল নাদালকে ছুঁলেন নোভাক জোকোভিচ। এটিপির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তেরো হাজার আটশো পয়তাল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সদস্য উইম্বলডন জেতা এই সার্বিয়ান। এই নিয়ে টানা ছাপান্ন সপ্তাহ এক নম্বর স্থানে থেকে নাদালকে ছুঁলেন জোকোভিচ। সবচেয়ে বেশি আটান্ন সপ্তাহ শীর্ষ স্থান ধরে রাখার রেকর্ড রয়েছে জন ম্যাকানরো-র। এটিপির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন হয়নি। জোকোভিচের পরই রয়েছেন রজার ফেডেরার। দশম স্থানে রাফায়েল নাদাল।

Updated By: Jul 29, 2015, 09:51 AM IST
একটানা ৫৬ সপ্তাহ টেনিস র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উইম্বলডন জয়ী জোকো, দুইয়ে ফেডেরার

ব্যুরো: সবচেয়ে বেশি সময় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে থাকার দৌড়ে রাফায়েল নাদালকে ছুঁলেন নোভাক জোকোভিচ। এটিপির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তেরো হাজার আটশো পয়তাল্লিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সদস্য উইম্বলডন জেতা এই সার্বিয়ান। এই নিয়ে টানা ছাপান্ন সপ্তাহ এক নম্বর স্থানে থেকে নাদালকে ছুঁলেন জোকোভিচ। সবচেয়ে বেশি আটান্ন সপ্তাহ শীর্ষ স্থান ধরে রাখার রেকর্ড রয়েছে জন ম্যাকানরো-র। এটিপির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন হয়নি। জোকোভিচের পরই রয়েছেন রজার ফেডেরার। দশম স্থানে রাফায়েল নাদাল।

আর মাত্র দুই সপ্তাহ এক নম্বরে থাকলেই তিনি ছুঁয়ে ফেলবেন জন ম্যাকানরোকেও।  

.