ইডেনজয়ী ক্লাইভ প্রয়াত

চলে গেলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ রাইস। বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘ দিন ধরে ব্রেন টিউমার ও ক্যানসারের চিকিৎসা চলার পর 

Updated By: Jul 28, 2015, 08:55 PM IST
ইডেনজয়ী ক্লাইভ প্রয়াত

ওয়েব ডেস্ক: চলে গেলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ক্লাইভ রাইস। বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘ দিন ধরে ব্রেন টিউমার ও ক্যানসারের চিকিৎসা চলার পর 

দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গের একটি হাসপাতালে মারা যান ক্লাইভ। কিছুদিন আগেই নিজের চিকিৎসা করাতে ভারতেও এসেছিলেন ক্লাইভ। ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন তিনি।

বর্ণবিদ্বেষের কোপে পরে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দক্ষিণ অফ্রিকা। ১৯৯১ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। আর সেই দলের অধিনায়ক ছিলেন ক্লাইভ রাইস। ইডেনে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছিল ক্লাইভ রাইসের দল। দীর্ঘদিনের বাধা পেরিয়ে ২২ গজে ফিরেছিল গোটা দল। আর সেই উচ্ছ্বাসে সামিল ছিল গোটা ইডেনের দর্শক। গোটা ইডেন উঠে দাঁড়িয়ে সেলাম জানিয়েছিল ক্লাইভদের। ভারতের কাছ থেকে ম্যাচ জিতে নিয়ে ক্লাইভও জানিয়েছিলেন, " আমি জীবনে কখনও এই সংবর্ধনা ভুলবনা"। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। শুধু ক্রিকেটের ২২ গজ নয়, আলবিদা জানালেন পৃথিবীকে।

.