Australia tour of Pakistan: ২৪ বছর পর পাক সফরে অস্ট্রেলিয়া! হবে পূর্ণাঙ্গ সিরিজ

গত সেপ্টেম্বরে পাকিস্তান গিয়েও নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে সিরিজ বাতিল করেছিল নিউজিল্যান্ড।

Updated By: Nov 8, 2021, 03:59 PM IST
Australia tour of Pakistan: ২৪ বছর পর পাক সফরে অস্ট্রেলিয়া! হবে পূর্ণাঙ্গ সিরিজ
২৪ বছর পর পাক সফরে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদন: সাল ১৯৯৮। শেষবার পাকিস্তান সফরে এসেছেলি মার্ক টেলরের অস্ট্রেলিয়া। সেবার তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ জিতেছিল অজিরা। ক্যাপ্টেন টেলর দ্বিতীয় টেস্টে ৩৩৪ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন। সেসবই আজ ইতিহাস। তবে ফের একবার নয়া ইতিহাস লেখা হতেই পারে। 

২৪ বছর পর অস্ট্রেলিয়া আসছে পাকিস্তান সফরে। খেলবে পূর্ণাঙ্গ সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) এক সঙ্গে সূচি ঘোষণা করে দিয়েছে। আগামী বছর মার্চ-এপ্রিল মাসে দুই দেশের মধ্যে তিনটি টেস্ট, সমসংখ্যক ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ হবে। 

পাক বোর্ডের প্রধান রামিজ রাজা এক বিবৃতিতে জানিয়েছেন, "অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। ওরা ২৪ বছর পর ওরা আমাদের দেশে খেলতে আসছে। ফ্যানেদের কাছে এটা দারুণ একটা ট্রিট। একই ভাবে অস্ট্রেলিয়ার কাছেও এটা দারুণ প্রাপ্তি। ওরা আমাদের আইকনিক কিছু ভেন্যুতে খেলবে। আমাদের, ভালবাসা, সম্মান ও আতিথেয়তা উপভোগ করবে। যেই সুযোগ অস্ট্রেলিয়ার গত প্রজন্মের অধিকাংশ খেলোয়াড়ই পায়নি।"ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি বলেন, "আগামী বছর পাকিস্তানে খেলার জন্য মুখিয়ে আছে অস্ট্রেলিয়া। ক্রিকেট নিয়ে ওই দলটার আলাদাই আবেগ। বহু প্রতীক্ষিত সিরিজ হবে একটা।"

আরও পড়ুন: WT20: দেশ নয় IPL আগে! ভারতের কয়েকজনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ Kapil Dev-এর

গত সেপ্টেম্বরে পাকিস্তান গিয়েও নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। কয়েক দিনের ব্যবধানে ইংল্যান্ডও সেই রাস্তা নিয়েছিল। যা নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটাররা ক্ষোভে ফেটে পড়েছিলেন। তবে পাকিস্তান ক্রিকেটে সুদিন ফিরছে। টি-২০ বিশ্বকাপে তাদের অসাধারণ পারফরম্যান্স যেমন রয়েছে, তেমনই অস্ট্রেলিয়ার মতো দলও খেলতে আসছে।

পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের সূচি

প্রথম টেস্ট (মার্চ ৩-৭, করাচি)
দ্বিতীয় টেস্ট (মার্চ ১২-১৬, রাওয়ালপিণ্ডি)
তৃতীয় টেস্ট (মার্চ ২১-২৫, লাহোর)

প্রথম ওয়ানডে  (২৯ মার্চ,লাহোর)
দ্বিতীয় ওয়ানডে (৩১ মার্চ, লাহোর)
তৃতীয় ওয়ানডে (২ এপ্রিল,লাহোর)

একটি মাত্র টি-২০ (৫ এপ্রিল,লাহোর)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.