অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল স্মিথকে!

স্টিভেন স্মিথের পরিবর্তে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের নতুন দায়িত্ব পেলেন ডেভিড ওয়ার্নার। আপাতাত শ্রীলঙ্কা সিরিজের জন্যই দায়িত্ব পেলেন এই ওপেনার। দক্ষিণ আফ্রিকা সিরিজে যেন স্মিথ মনোনিবেশ করতে পারেন সেই জন্যই তাঁকে বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়াতে পাঠানো হচ্ছে। আর নেতৃত্বে আসছে পরিবর্তন। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেবেন স্টিভেন স্মিথ। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রড মার্শ এক বিবৃতিতে বলেন, 'আগামী এক বছরে স্টিভকে অনেক ম্যাচ খেলতে হবে। আমরা চাই স্মিথ নিজেকে সময় দিক।'

Updated By: Aug 26, 2016, 09:16 AM IST
অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল স্মিথকে!

ওয়েব ডেস্ক: স্টিভেন স্মিথের পরিবর্তে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের নতুন দায়িত্ব পেলেন ডেভিড ওয়ার্নার। আপাতাত শ্রীলঙ্কা সিরিজের জন্যই দায়িত্ব পেলেন এই ওপেনার। দক্ষিণ আফ্রিকা সিরিজে যেন স্মিথ মনোনিবেশ করতে পারেন সেই জন্যই তাঁকে বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়াতে পাঠানো হচ্ছে। আর নেতৃত্বে আসছে পরিবর্তন। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেবেন স্টিভেন স্মিথ। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রড মার্শ এক বিবৃতিতে বলেন, 'আগামী এক বছরে স্টিভকে অনেক ম্যাচ খেলতে হবে। আমরা চাই স্মিথ নিজেকে সময় দিক।'

আরও পড়ুন উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
 
তিনি আরও বলেন, 'তারপরও আমাদের পরিকল্পনা ছিল, প্রথম দু'ম্যাচের ফলাফল যাই হোক, আমরা স্টিভকে বিশ্রাম দেবো। পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর আরও সতেজ হওয়া প্রয়োজন।' শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানে দ্বিতীয় ওয়ানডেতে হারার পরপরই এই খবর জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ১-১ সমতা এনেছে শ্রীলঙ্কা। ডাম্বুলা ও ক্যান্ডিতে পরবর্তী তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টির জন্য ওয়ার্নারকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া ওয়ানডে দলের হয়ে ২৩ তম ও টি-টোয়েন্টি দলের দশম অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন  আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান

.