কুড়ির পাত্রে ২০০ রেখেও সেই হার ইংল্যান্ডের, রবি উদয়েও সূর্যাস্ত ব্রডদের

টেস্ট, ওয়ানডে-র পর এবার টি টোয়েন্টিতেও ইংল্যান্ডের হারের ধারা অব্যাহত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ রান করেও জিততে পারল না ইংল্যান্ড। ২১৩ রান তাড়া করতে নেমে স্টুয়ার্ট ব্রডের দল তুলতে পারল ২০০ রান। সেই সঙ্গে ক্যাঙারুর দেশে ইংল্যান্ডের দুঃস্বপ্নের সফর চলছেই।

Updated By: Jan 29, 2014, 09:51 PM IST

অস্ট্রেলিয়া-২১৩। ইংল্যান্ড-২০০
ম্যাচের সেরা-ক্যামেরন হোয়াইট

টেস্ট, ওয়ানডে-র পর এবার টি টোয়েন্টিতেও ইংল্যান্ডের হারের ধারা অব্যাহত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ রান করেও জিততে পারল না ইংল্যান্ড। ২১৩ রান তাড়া করতে নেমে স্টুয়ার্ট ব্রডের দল তুলতে পারল ২০০ রান। সেই সঙ্গে ক্যাঙারুর দেশে ইংল্যান্ডের দুঃস্বপ্নের সফর চলছেই।

বুধবার হোবার্টে প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তোলেন দুই অসি ওপেনার ক্যামেরন হোয়াইট-অ্যারন ফিঞ্চ। প্রথম দশ ওভারে অস্ট্রেলোয়া তোলে ১০০ রান। হোয়াইট আউট হন ৭৫ রানে (৪৩ বলে), ফিঞ্চ করেন ৩১ বলে ৫২। মজবুত ভিতে বড় পাহাড় তৈরি করতে অসুবিধা হয়নি ম্যাক্সওয়েলদের।

জবাবে ব্যাট করতে নেমে বেশ চাপে পড়ে যায় ইংল্যান্ড। মাত্র ৯৮ রানের মধ্যেই ৫ উইকেট পড়ে যায় ব্রডদের। কিন্তু এরপর রবি বোপারা জ্বলে ওঠেন। একা হাতেই জয়ের অনেক কাছে নিয়ে যান বোপারা। কিন্তু ৪০ বলে ৬৫ রানে অপরাজিত বোপারার সঙ্গির অভাবে ম্যাচ জেতাতে পারলেন না।

অ্যাসেজে ইংল্যান্ড হারে ০-৫। ওযানডে সিরিজে ১-৪। টি টোয়েন্টিতে প্রথম ম্যাচে হারের পর সিরিজ খোয়ানোর আশঙ্কা। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলা শুক্রবার, মেলবোর্নে।

.