সহজ ম্যাচ কঠিন করে জিতল অস্ট্রেলিয়া, বিশ্বকাপের আগে হতাশার হার ধোনিদের

Updated By: Jan 18, 2015, 05:13 PM IST
সহজ ম্যাচ কঠিন করে জিতল অস্ট্রেলিয়া, বিশ্বকাপের আগে হতাশার হার ধোনিদের

ভারত-২৬৭/৮, অস্ট্রেলিয়া- ২৬৯/৬ (৪৯ ওভার)

 

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্টের শুরুটা হার দিয়ে শুরু করল ভারত। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পরপর দুটো ম্যাচ জিতে কার্যত ফাইনাল উঠে গেল অস্ট্রেলিয়া। রোহিত শর্মার দুরন্ত শতরানকে মূল্য দিতে ব্যর্থ হলেন ভারতীয় বোলাররা। যদিও মেলবোর্নে সহজ ম্যাচকে কঠিন করেই জিতল জর্জ বেইলির দল। একটা সময় মনে হচ্ছিল খুব সহজেই ২৬৭ রান তাড়া করে জিতবে অসিরা, কিন্তু শেষের দিকে ভূবনেশ্বর কুমার-রবীচন্দ্রন অশ্বিনরা অস্ট্রেলিয়ার জয়ে কিছুটা বেগ দেন। স্মিথ আউট হওয়ার পর ফিঞ্চ, বেইলি, ম্যাক্সওয়েলের উইকেট পড়লেও জিততে খুব বেশি অসুবিধা হয়নি অসিদের।

ওপেনার ফিঞ্চ ৯৬ রান করে জয়ের ভিত গড়ে দেন। সেই ভিতের ওপর দলকে জয়ের রাস্তায় নিয়ে যান স্মিথ (৪৭)। যদিও একেবারে শেষের দিকে হাডিন (১৩) ও ফকনারের (৯) ছোট ইনিংসটা দলকে জেতাতে বড় ভূমিকা নেয়। ম্যাচের সেরা ৪৩ রানে ৬ উইকেট পাওয়া মিচেল স্টার্ক। দলের ব্যাটিং বিপর্যের মাঝে দারুণ লড়াই করেন রোহিত শর্মা। যোগ্য সঙ্গত দেন সুরেশ রায়না (৫১)। শিখর ধাওয়ান (২), আজিঙ্কা রাহানে (১২), বিরাট কোহলি (৯)-রা ব্যর্থ। বিশ্বকাপের আগে হতাশার হারের মাঝেই একমাত্র সান্ত্বনা রোহিত শর্মার ১৩৮।

ভারতের পরবর্তী ম্যাচ ব্রিসবেনে মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে।

 

.