Ind vs Aus: বোলাররা ব্যর্থ, সিডনিতে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া
ওয়ার্নারের (David Warner) উইকেট তুলে নিয়ে সকালে শুরুটা ভালই করেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
নিজস্ব প্রতিবেদন: সিডনিতে (Sydney Cricket Ground) তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারতীয় বোলাররা দাগ কাটতে পারলেন না। ঋষভ পন্থের (Rishabh Pant) সুযোগ নষ্টের প্রদর্শনীও ভারতীয় বোলারদের ভয়ঙ্কর হতে দিল না। মার্নাস লাবুশানে (Marnus Labuschagne) ও উইল পুকোভস্কির (Will Pucovski) ব্যাটে ভর করে চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্টে ব্যর্থ স্টিভ স্মিথ (Steve Smith) রানে ফেরার ইঙ্গিত দিচ্ছেন সিডনিতে। বৃষ্টির বাধা পেরিয়ে প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ( Australia) স্কোর ১৬৬/২।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন (Tim Paine)। সিডনিতে (Sydney Cricket Ground) অস্ট্রেলিয়ার নতুন ওপেনিং জুটি ডেভিড ওয়ার্নার-উইল পুকোভস্কি। ওয়ার্নারের (David Warner) উইকেট তুলে নিয়ে সকালে শুরুটা ভালই করেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ব্যাট হাতে ব্যর্থ ওয়ার্নার। মাত্র ৫ রানে সিরাজের বলে পূজারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সকালে ৭.১ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে বন্ধ থাকে ম্যাচ।
এরপর টেস্ট অভিষেক হওয়া উইল পুকোভস্কিকে (Will Pucovski) সঙ্গে নিয়ে মার্নাস লাবুশানে (Marnus Labuschagne) দ্বিতীয় উইকেটে ১০০ রানের পার্টনারশিপ। অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরি করলেন তিনি। ১১০ বলে ৬২ রান করে ভারতের হয়ে টেস্ট অভিষেক হওয়া নভদীপ সাইনির (Navdeep Saini) বলে আউট হলেন তিনি।
আরও পড়ুন- Ind vs Aus : সিডনিতে বাজল জন গণ মন..., নিজেকে আর ধরে রাখতে পারলেন না মহম্মদ সিরাজ
হাফ সেঞ্চুরি করেছেন লাবুশানেও (Marnus Labuschagne)। দিনের শেষে ৬৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। অ্যাডিলেড এবং মেলবোর্নে রান না পেলেও সিডনিতে বড় রানে ফেরার ইঙ্গিত দিচ্ছেন স্টিভ স্মিথ (Steve Smith)। দিনের শেষে ৩১ রানে অপরাজিত রয়েছেন স্মিথ। তৃতীয় উইকেটে অপরাজিত ৬০ রানের পার্টনারশিপ। বৃষ্টিবিঘ্নিত সিডনিতে খেলা হল মাত্র ৫৫ ওভার। দিনের শেষে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলেছে। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং নভদীপ সাইনি (Navdeep Saini)।
আরও পড়ুন- Ind vs Aus : অভিষেকে সাইনির প্রথম শিকার টেস্ট অভিষেক হওয়া Pucovski