Ind vs Aus : অভিষেকে সাইনির প্রথম শিকার টেস্ট অভিষেক হওয়া Pucovski

বৃহস্পতিবার সকালে ভারতীয় টেস্ট দলের ২৯৯ নম্বর ক্যাপ নভদীপ সাইনির (Navdeep Saini) হাতে তুলে দেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 7, 2021, 01:15 PM IST
Ind vs Aus : অভিষেকে সাইনির প্রথম শিকার টেস্ট অভিষেক হওয়া Pucovski
ছবি সৌজন্যে: টুইটার

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার সিডনিতে টেস্ট অভিষেক হবে নভদীপ সাইনির (Navdeep Saini) সেটা জানা গিয়েছিল বুধবারই। বৃহস্পতিবার টেস্ট অভিষেক হওয়া নভদীপ সাইনির (Navdeep Saini) প্রথম শিকার অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হওয়া ওপেনার উইল পুকোভস্কি (Will Pucovski)।

 

 

সিডনিতে (SCG) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন (Tim Paine)। বৃষ্টি বিঘ্নিত সিডনিতে প্রথম দিনে ১১০ বলে ৬২ রান করে নভদীপ সাইনির বলে এলবিডব্লিউ হন উইল পুকোভস্কি (Will Pucovski)। অভিষেকেই হাফ সেঞ্চুরি করলেন পুকোভস্কি।

আরও পড়ুন - "আমি ভাল আছি, নতুন জীবন ফিরে পেলাম"- হাসপাতাল থেকে ছুটি পেয়ে বললেন Sourav Ganguly

বৃহস্পতিবার সকালে ভারতীয় টেস্ট দলের ২৯৯ নম্বর ক্যাপ নভদীপ সাইনির (Navdeep Saini) হাতে তুলে দেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

আরও পড়ুন - Ind vs Aus : সিডনিতে বাজল জন গণ মন..., নিজেকে আর ধরে রাখতে পারলেন না মহম্মদ সিরাজ

.