Womens World Cup 2023: ইতিহাসের দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউট! ফ্রান্সকে হারিয়ে সেমিতে অজিরা

Australia vs France sees the longest penalty shootout in Women’s World Cup history: মেয়েদের বিশ্বকাপ দেখল ইতিহাসের দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউট। ফ্রান্সকে হারিয়ে অস্ট্রেলিয়া গেল সেমিফাইনালে।

Updated By: Aug 12, 2023, 05:19 PM IST
Womens World Cup 2023: ইতিহাসের দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউট! ফ্রান্সকে হারিয়ে সেমিতে অজিরা
আয়োজক দেশ অস্ট্রেলিয়া চলে গেল শেষ চারে! ছবি-ফিফা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলাদের বিশ্বকাপ (FIFA Women's World Cup 2023) একেবারে অন্তিম লগ্নে। ফিফা-র শোপিস ইভেন্টের নবম সংস্করণ চলছে একসঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ডে (Australia and New Zealand)। শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ফ্রান্স (Australia vs France), ব্রিসবেনের ল্যাং পার্কে অনুষ্ঠিত ম্যাচে শেষ হাসি হাসল আয়োজক দেশ অস্ট্রেলিয়া। ১২০ মিনিট পর্যন্ত খেলা গোলশূন্য থাকায়, পেনাল্টি শ্যুটআউটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। সেখানে ৭-৬ ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। অজিরা ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে খেলতে নেমেছিল শেষ চার। অন্যদিকে ফরাসিরা ৪-০ গোলে মরক্কোকে হারিয়েছিল শেষ ষোলোয়। এদিন অজি বনাম ফ্রান্স ম্যাচে লেখা হল ইতিহাস। মেয়েদের বিশ্বকাপে দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউটের রেকর্ড হল। প্রতিটি দলই ১০টি করে শট নিয়েছিল এদিন! 

আরও পড়ুন: Womens World Cup 2023: সূর্যোদয়ের দেশকে আঁধারে ডুবিয়ে সুইডিশরা সেমিফাইনালে

দেখে নেওয়া যাক মেয়েদের বিশ্বকাপে দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউটের খতিয়ান

১) অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স, ২০২৩ কোয়ার্টার ফাইনাল, ১০টি করে শট নেওয়া হয়, ৭-৬ জেতে অস্ট্রেলিয়া
২) সুইডেন বনাম আমেরিকা, ২০২৩ রাউন্ড অফ সিক্সটিন, ৭টি করে শট নেওয়া হয়, ৫-৪ জেতে সুইডেন
৩) ব্রাজিল বনাম নরওয়ে, ১৯৯৯ তৃতীয় স্থানের প্লে-অফ, ৬-৫ করে নেওয়া হয় শট, সাডেন ডেথে ব্রাজিল জেতে ৫-৪ ব্য়বধানে
৪) চিন বনাম সুইডেন, ১৯৯৫ কোয়ার্টার ফাইনাল, ৫-৫ করে শট নেওয়া হয়,  ৪-৩ জেতে চিন
৫) আমেরিকা বনাম চিন, ১৯৯৯ ফাইনাল, ৫-৫ করে শট নেওয়া হয়, ৫-৪ জেতে আমেরিকা
৬) ফ্রান্স বনাম ইংল্যান্ড, ২০১১ কোয়ার্টার ফাইনাল, ৫-৫ করে শট নেওয়া হয়, ৪-৩ জেতে ফ্রান্স
৭) জাপান বনাম আমেরিকা, ২০১১ ফাইনাল, শট নেওয়া হয় ৫-৫ করে, জাপান ৩-১ জেতে
৮) জার্মানি বনাম ফ্রান্স, ২০১৫ কোয়ার্টার ফাইনাল, ৫-৫ করে শট নেওয়া হয়, জার্মানি ৫-৪ জেতে
৯) আমেরিকা বনাম ব্রাজিল, ২০১১ কোয়ার্টার ফাইনাল, ৫-৪ করে শট নেওয়া হয়, আমেরিকা ৫-২ জেতে
১০) ইংল্যান্ড বনাম নাইজেরিয়া, ২০০৩ রাউন্ড অফ সিক্সটিন, ৫-৪ করে শট নেওয়া হয়, ইংল্যান্ড ৪-২ জেতে
১১) নরওয়ে বনাম অস্ট্রেলিয়া,  ২০১৯ রাউন্ড অফ সিক্সটিন, ৪-৩ করে শট নেওয়া হয়, নরওয়ে ৪-১ জেতে

নকআউটের প্রথম ম্যাচে স্পেন মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে শেষ হাসি হেসেছে স্পেন। সালমা পারায়ুয়েলোর অতিরিক্ত সময়ের গোলে সেমিফাইনালে গিয়েছে স্পেন। তারা ডাচদের হারিয়েছে ২-১ গোলে। জাপান-সুইডেন নকআউটের ম্যাচে শেষ হাসি হেসেছে সুইডিশরা। তারা ২-১ গোলে জাপানকে হারিয়েছে।

আরও পড়ুন: Womens World Cup 2023: জিতলে কত টাকা পাবেন চ্যাম্পিয়নরা? হেরেও রানার্সদের পকেটে ঢুকবে বিরাট অঙ্ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.