Taliban Controversy: মহিলাদের অধিকার খর্ব করার দায়, রাশিদ খানদের বিরুদ্ধে খেলবে না অস্ট্রেলিয়া
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর সেই দেশের ক্রিকেটার নভীন উল হক প্রতিবাদ জানিয়েছেন। এমনকি বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। নভীন উল হল খেলেন সিডনি সিক্সার্সের হয়ে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া (Australia)। ভারতের মাটিতে চারটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে অজিরা। সেই সিরিজ খেলে উঠেই মার্চে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার কথা ছিল প্যাট কামিন্সের (Pat Cummins)। তবে রাশিদ খানদের (Rashid Khan) আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কথাবার্তা বলার পরই সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। এর প্রতিবাদে বিগ ব্যাশ থেকে নাম তুলে নিলেন রাশিদ খান ও নভীন উল হক। সেটা টুইট করেও জানিয়েছেন তারকা লেগ স্পিনার রাশিদ।
আফগানিস্তানে এখন চলছে তালিবান শাসন (Taliban)। আর সেই শাসনে মহিলাদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। মহিলাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। তাদের জীবনযাপন, শিক্ষা, মৌলিক অধিকারকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই সমস্ত কারণ দেখিয়েই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
— Rashid Khan (@rashidkhan_19) January 12, 2023
আরও পড়ুন: Rahul Dravid, IND vs SL: রক্তচাপ বেড়ে অসুস্থ হলেও রোহিত-বিরাটদের সঙ্গে ইডেনে এলেন রাহুল দ্রাবিড়
— Cricket Australia (@CricketAus) January 12, 2023
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'অস্ট্রেলিয়া সরকার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার পরই ক্রিকেট অস্ট্রেলিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের মার্চে আইসিসি সুপার লিগের তিন ম্যাচের একদিনের সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা তাদের পক্ষে সম্ভব নয়।'
এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর সেই দেশের ক্রিকেটার নভীন উল হক প্রতিবাদ জানিয়েছেন। এমনকি বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। নভীন উল হল খেলেন সিডনি সিক্সার্সের হয়ে।