অভিনব উদ্যোগ! ক্রিকেটারদের জন্য জলের বোতল নিয়ে মাঠে হাজির স্বয়ং দেশের প্রধানমন্ত্রী

স্কট মরিসন যে একজন বিরল ব্যক্তিত্ব তা আর বলার অপেক্ষা রাখে না।

Updated By: Oct 24, 2019, 08:25 PM IST
অভিনব উদ্যোগ! ক্রিকেটারদের জন্য জলের বোতল নিয়ে মাঠে হাজির স্বয়ং দেশের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা বরাবরের। তাই বলে তিনি এমন একখানা কাণ্ড করে বসবেন কে জানত! ছবি প্রকাশ্যে আসার পর অনেকেই ব্যাপারটা বিশ্বাস করতে পারেননি। ক্রিকেটের প্রতি কতটা আবেগ থাকলে দেশের প্রধানমন্ত্রী এমনটা করতে পারেন! অস্ট্রিলেয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় দলের ক্রিকেটারদের জন্য জলের বোতল নিয়ে হাজির হলেন। এর আগেও বহুবার তাঁকে ক্রিকেটের মাঠে দেখা গিয়েছে। কখনও গ্যালারিতে সমর্থকদের মাঝে একেবারে সাধারণ মানুষের মতো মিশে গিয়ে ম্যাচ উপভোগ করেছেন। তাঁকে হাতের নাগালে পেয়ে জড়িয়ে-জাপটে ধরেছেন অনুগামীরা। কখনও আবার তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে ক্রিকেটারদের সঙ্গে মিশে গিয়েছেন। স্কট মরিসন যে একজন বিরল ব্যক্তিত্ব তা আর বলার অপেক্ষা রাখে না। এবারও তিনি এমন একখানা কাণ্ড ঘটালেন যা কিনা অতি বিরল।

আরও পড়ুন-  কোহলি বাইরে, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে এলেন সঞ্জু স্যামসন

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ। মানুকা ওভালে ম্যাচ হচ্ছিল। টসে হেরে প্রথমে ফিল্ডিং করছিল অস্ট্রেলিয়া দল। তখনই হঠাত্ জলের বোতল নিয়ে মাঠে প্রবেশ করেন স্কট মরিসন। ক্রিকেটারদের জন্য জলের বোতলের কেস হাতে নিয়ে ছুটতে ছুটতে মাঠে আসেন তিনি। তাঁকে এমন ভূমিকায় দেখে চমকে ওঠেন ক্রিকেটাররাও। গ্যালারি থেকেও হাততালি দিয়ে মরিসনের এমন অভিনব উদ্যোগকে স্বাগত জানানো হয়েছিল। ক্রিকেটাররা অবশ্য মরিসনের এমন উদ্যোগে দারুণ খুশি। বহু দেশই বিপক্ষ দলের বিরুদ্ধে সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলে। অনেক দেশের ক্রিকেটাররাই প্রধানমন্ত্রী একাদশের হয়ে খেলতে নামেন। কিন্তু কখনও কোনও দেশের প্রধানমন্ত্রী এভাবে মাঠে থেকে ক্রিকেটারদের জন্য এমন কোনও উদ্যোগ নেননি। মরিসনের এমন উদ্যোগের দাম দিলেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কাকে এক উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১৩১ রান তোলে। এক বল বাকি থাকতে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

.