আইপিএল মানে বেটিং নয় ব্যাটিং, বোঝালেন আজহার
একেই বোধহয় বলে বিশ্বাস বাঁচানোর লড়াই। শনিবার ধরমশালার সুন্দর মাঠে আইপিএলে দুরন্ত খেলে আজহার মেহমুদ শুধু কিংস ইলেভেন পঞ্জাবকে জেতালেন না, জেতালেন আইপিএল মানে বেটিং নয় ব্যাটিং। আজহার মেহমুদের ৪৪ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসের জেরে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কিংস ইলেভেন পঞ্জাব। সঙ্গে আজহার নিলেন ২৪ রানে দুটো উইকেট।
কিংস ইলেভেন পঞ্জাব- ১৮৩/৮, মুম্বই ইন্ডিয়ন্স-১৩৩
ম্যাচের সেরা-আজহার মেহমুদ
একেই বোধহয় বলে বিশ্বাস বাঁচানোর লড়াই। শনিবার ধরমশালার সুন্দর মাঠে আইপিএলে দুরন্ত খেলে আজহার মেহমুদ শুধু কিংস ইলেভেন পঞ্জাবকে জেতালেন না, জেতালেন আইপিএল মানে বেটিং নয় ব্যাটিং। আজহার মেহমুদের ৪৪ বলে ৮০ রানের অপরাজিত ইনিংসের জেরে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কিংস ইলেভেন পঞ্জাব। সঙ্গে আজহার নিলেন ২৪ রানে দুটো উইকেট।
তবে এই জয়ের পরেও লাভ হল না গিলিক্রিস্টির দলের। কারণ প্রীতি জিন্টার দল ইতিমধ্যেই আইপিএল সিক্স থেকে বিদায় নিয়েছে। আইপিএল সিক্সে সব ম্যাচ খেলা হয়ে গেল কিংস ইলেভেন পঞ্জাবের। ১৬ ম্যাচ খেলে প্রীতি জিন্টার দলের সংগ্রহ ১৬ পয়েন্ট। মুম্বই ইন্ডিয়ন্সেরও রাউন্ড রবিন লিগ পর্যায়ের খেলা শেষ হল। সচিন-রোহিত শর্মা-হরভজনদের দল ১৬ ম্যাচে ২২ পয়েন্টে শেষ করল।
প্রতিযোগিতার শেষ দিকে যেমন দুরন্ত হয়ে উঠলেন গিলিরা, সেটা একটু আগে শুরু হলে হয়ত বার বারের মত এবারও আইপিএল থেকে খালি হাতে ফিরতে হত না প্রীতির দলকে। তবে আজ কিংসদের কাছে হারায় প্লে অফে ইতিমধ্যেই উঠে যাওয়া মুম্বই ইন্ডিয়ন্স সমস্যায় পড়ল। কারণ আজ জিততে পারলে দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে যেত মুম্বইয়ের। প্রসঙ্গত, প্রথম দুটো স্থানে থাকতে পারলে একটা ম্যাচ জিততে পারলেই ফাইনালে ওঠা যাবে, হারলেও পাওয়া যাবে দুটো সুযোগ। আর তৃতীয় কিংবা চতুর্থ স্থান পেলে ফাইনালে উঠতে হলে জিততে হবে দুটো ম্যাচ।