Babar Azam: বিশ্বকাপ খেলতে এসে বিয়ের বাজার বাবরের! কলকাতায় কিনলেন ৭ লাখের শেরওয়ানি

Babar Azam buys Sabyasachi Sherwani worth 7 lakh For Wedding: বিশ্বকাপ খেলতে এসে বিয়ের বাজার সারছেন বাবর আজম। শেরওয়ানি থেকে শুরু করে বিয়ের গয়নাগাটি সবই নাকি তিনি কলকাতা থেকে কিনে ফেলেছেন!

Updated By: Nov 3, 2023, 08:25 PM IST
Babar Azam: বিশ্বকাপ খেলতে এসে বিয়ের বাজার বাবরের! কলকাতায় কিনলেন ৭ লাখের শেরওয়ানি
বাবর আছেন বাবরেই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে (World Cup 2023) পাকিস্তানের (Pakistan) ভাগ্য সরু সুতোর উপর ঝুলছে। আগামিকাল অর্থাৎ শনিবার বাবর আজম (Babar Azam) অ্যান্ড কোং যদি নিউ জিল্যান্ডের কাছে হেরে যায়, তাহলে বেঙ্গালুরুতেই বিশ্বকাপের বিদায়ঘণ্টা বেজে যাবে। পাকিস্তানের ও বাবরের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠে গিয়েছে ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশে। এমনকী বিশ্বকাপের পর বাবরের অধিনায়কত্বও কেড়ে নেওয়া হতে পারে বলে খবর। এই পরিস্থিতিতেও বাবর আছেন বাবরেই! চলতি বছরের শেষেই বাবর বসবেন বিয়ের পিঁড়িতে। জীবনের নতুন ইনিংস জমিয়ে শুরু করার আগে ভালো ভাবেই প্রস্তুতি সেরে নিয়েছেন হবু বর! এমনটাই খবর। 

আরও পড়ুন: Virat Kohli's 49th ODI Century: আলোচনায় কোহলির ৪৯ তম সেঞ্চুরি, এবার মুখ খুললেন খোদ সর্বাধিক শতরানের মালিক

গত ৩১ অক্টোবর, কলকাতার ইডেন গার্ডেন্সে বাবর অ্যান্ড কোং খেলেছিল সাকিব আল হাসানের বাংলাদেশের বিরুদ্ধে। সাত উইকেটে জিতে বিশ্বকাপের আশা জিইয়ে রেখেছেন বাবররা। জানা যাচ্ছে কলকাতা ছাড়ার আগে নাকি বাবর গুছিয়ে করেছেন বিয়ের বাজার। একাধিক মিডিয়ার রিপোর্ট বাবর নাকি ঢুঁ মেরেছিলেন ডিজাইনার সব্য়সাচী মুখোপাধ্যায়ের স্টোরে। বিশ্ববন্দিত বাঙালি ডিজাইনারের থেকেই নাকি বাবর তাঁর বিয়ের শেরওয়ানি কিনেছেন। যাঁর দাম সাত লক্ষ টাকা। শুধু শেরওয়ানিই কেনেননি বাবর,  শহরের এক নামী জুয়েলারি প্রস্তুতকারক সংস্থার থেকেও তিনি কয়েক লক্ষ টাকার বিয়ের গয়না কিনেছেন।

২০১৬ সালের পর আবার ভারতে এসেছে পাক ক্রিকেট দল। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল পাকিস্তান। সাত বছর পর ফের ভারতে তারা। বাবরদের জন্য প্রতি শহরেই এলাহি খাবারের আয়োজন করেছে বিসিসিআই। পাকিস্তান নিজামের শহর হায়দরাবাদে শুরুর দুই সপ্তাহ কাটিয়েছিল। সেখানে হায়দরাবাদি বিরিয়ানি বারবার তাঁদের পাতে পড়েছিল। বাবররা ডায়েট ভুলে বিরিয়ানিতেই ডুব দিয়েছিলেন। তা নিয়েও বিস্তর লেখালিখি হয়েছিল। এখানেই শেষ নয়, বাবররা বলেও দিয়েছেন যে, তাঁদের জন্য় যেন  গ্রিলড ল্যাম্ব চপ, মাটন কারি, বাটার চিকেন ও গ্রিলড ফিশ রাখা হয়। বাসমতী চালের ভাতের সঙ্গেই পাতে স্প্যাগেটি ইন বলগোনিজ সসও খাচ্ছেন তাঁরা। বাবররা ভারতে খেতে আর ঘুরতে এসেছেন বলেও নেটিজেনদের একাংশ কটাক্ষ করেছে।

আরও পড়ুন: Shreyas Iyer | IND vs SL: 'আপনার তো শর্ট বলে...'! প্রশ্নে চরম বিরক্ত শ্রেয়স, সাংবাদিককে ধুয়ে দিলেন

 

 
Loaded5.67%
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.