বল বিকৃতি কাণ্ডে আজীবন নির্বাসন হতে পারে স্মিথের!
বিশ্ব ক্রিকেটের সামনে নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে তাই কঠিন সিদ্ধান্ত নিতেই পারে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।
নিজস্ব প্রতিবেদন : কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডের জেরে শুধু মাত্র এক ম্যাচের নির্বাসনেই ছাড় পাচ্ছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। এই ঘটনার জন্য আরও বড় শাস্তি হতে পারে স্মিথের। ক্রিকেটকে কলঙ্কিত করার জন্য আজীবন নির্বাসন হতে পারে স্টিভ স্মিথের।
আরও পড়ুন- আইসিসির 'দ্বিচারিতা'র বিচার নিয়ে খোঁচা হরভজন সিংয়ের
শুধু একা স্মিথ নন, বল বিকৃতি কাণ্ডে স্টিভ স্মিথের পাশাপাশি ডেভিড ওয়ার্নার এবং কোচ ড্যারেন লেম্যানের ভবিষ্যত্ প্রশ্নের মুখে। বড় শাস্তি অপেক্ষা করছে অজি ক্রিকেটের ত্রিমূর্তির জন্য। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অজি ক্রিকেট বোর্ডের কোড অব কনডাক্ট অনুযায়ী বল বিকৃতি কাণ্ডে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্মিথ-ওয়ার্নার-লেম্যানের।
আরও পড়ুন- বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত স্মিথ
ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে স্মিথ সহ গোটা অস্ট্রেলিয়া দল। কেপ টাউনে ক্রিকেট কলঙ্কের যে ছাপ অজি দলের গায়ে লেগেছে, সেখান থেকে দ্রুত মুক্ত হতে তত্পর ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্ব ক্রিকেটের সামনে নিজেদের ভাবমূর্তি ফিরিয়ে আনতে তাই কঠিন সিদ্ধান্ত নিতেই পারে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন- বল বিকৃতি কাণ্ডে নেতৃত্ব ছাড়লেন স্মিথ, কেপ টাউনে নেতা টিম পেইন