ইনি একমাত্র বাংলাদেশি অ্যাথলিট যিনি রিও অলিম্পিকে খেলার ছাড়পত্র পেয়েছেন
১৫ কোটির দেশের একমাত্র চোখের মনি, সিদ্দিকুর রহমান, যার দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। সিদ্দিকুর রহমান একমাত্র বাংলাদেশি অ্যাথলিট যিনি ২০১৬ রিও অলিম্পিকে খেলার ছাড়পত্র পেয়ছেন। অলিম্পিকের গলফ খেলায় প্রতিদ্বন্দিতা করবেন সিদ্দিকুর রহমান।
ওয়েব ডেস্ক: ১৫ কোটির দেশের একমাত্র চোখের মনি, সিদ্দিকুর রহমান, যার দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। সিদ্দিকুর রহমান একমাত্র বাংলাদেশি অ্যাথলিট যিনি ২০১৬ রিও অলিম্পিকে খেলার ছাড়পত্র পেয়ছেন। অলিম্পিকের গলফ খেলায় প্রতিদ্বন্দিতা করবেন সিদ্দিকুর রহমান।
৩০ বছর বয়সই সিদ্দিকুর রহমান বাংলাদেশের এক নম্বর গলফ খেলোয়াড়। এশিয়া ট্যুরে ১২টি ইভেন্টে জয়ী হয়েছেন গলফার সিদ্দিকুর রহমান। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং এবং নেপালে গলফ ট্যুরে সিদ্দিকুর রহমানের পারফরম্যান্স নজর কেড়েছে বিশ্বের। সিদিক্কুর একমাত্র বাংলাদেশি পেশাদার গলফার যিনি রিও অলিম্পিকে প্রতিদ্বন্দীতা করবেন। বাংলাদেশের হয়ে অলিম্পিকে গিয়েছেন যে আরও প্রতিনিধিরা তাঁরা সবাই ওইয়াল্ডকার্ডের মাধ্যমে অলিম্পিকে পা রেখেছেন।
৫ আগস্ট থেকেই শুরু হয়েছে 'বিগেস্ট শো অব দ্য আর্থ'। এখনও পর্যন্ত তেমন ভাবে অলিম্পিক সারা ফেলেনি বাংলাদেশে। তবে ১১ আগস্ট প্রথমবার দেশের হয়ে গলা ফাটাবে বাংলাদেশ। ওই দিন রিও অলিম্পিকে প্রথম খেলতে নামবে সিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, ১৯৮৪ সালে বাংলাদেশ প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে। সেই থেকে মোট ৯টি অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পেলেও এখনও পর্যন্ত কোনও পদক বাংলাদেশের ঝুলিতে আসেনি।
অলিম্পিকে বাংলাদেশ
১৯৮৪ লস অ্যাঞ্জেলেস (আমেরিকা)- প্রতিযোগী-১ পদক-০
১৯৮৮ সিউল (জাপান)- প্রতিযোগী-৬ পদক-০
১৯৯২ বার্সেলোনা (স্পেন)- প্রতিযোগী-৬ পদক-০
১৯৯৬ আটলাণ্টা (আমেরিকা)- প্রতিযোগী-৪ পদক-০
২০০০ সিডনি (অস্ট্রেলিয়া)- প্রতিযোগী-৫ পদক-০
২০০৪ এথ্যেন্স (গ্রিস)- প্রতিযোগী-৪ পদক-০
২০০৮ বেজিং (চিন)- প্রতিযোগী-৫ পদক-০
২০১২ লন্ডন (ইংল্যান্ড)- প্রতিযোগী-৫ পদক-০