'বাউন্সার' বিতর্কে দুঃখপ্রকাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে গোটা ঘটনার জন্য অনুতপ্ত সেটা এক বিবৃতিতে জানিয়েছে।

Updated By: Mar 18, 2018, 04:25 PM IST
 'বাউন্সার' বিতর্কে দুঃখপ্রকাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের

নিজস্ব প্রতিবেদন :  শুক্রবার নিদহাস ট্রফিতে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের শেষ ওভারের যাবতীয় ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ। ফাইনালের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতি দিয়ে সেই দুঃখপ্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন- টাইগারদের 'বাংলা মার' দিতে জিমে কসরত গব্বরের

অঘোষিত সেমিফাইনালের শেষ ওভারে পর পর দু'টো বাউন্সার, প্রথমে নো বল- তারপরে নো বল বাতিল, ফোর্থ আম্পায়ারের সঙ্গে সাকিবের তর্ক, ব্যাটসম্যানদের প্রথমে মাঠ থেকে বেরিয়ে আসার ইঙ্গিত সাকিবের, শেষ পর্যন্ত নাটকীয় জয় বাংলাদেশের। ম্যাচ শেষে আবার বাংলাদেশ ড্রেসিংরুমের বাইরে কাচের গুঁড়ো। ভারতের বিরুদ্ধে ফাইনালের নামার আগে মাঠ এবং মাঠের বাইরে বিতর্কে জর্জরিত বাংলাদেশ।

আরও পড়ুন - নিদহাস ট্রফির ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসেবে নামবে ভারত

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেখানে এই ধরের ঘটনা যে একেবারেই অনভিপ্রেত সেটা বুঝতে পেরেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে গোটা ঘটনার জন্য অনুতপ্ত সেটা এক বিবৃতিতে জানিয়েছে। বিসিবি লিখেছ, "শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এতে বিসিবি দুঃখিত। বোর্ড স্বীকার করছে, কিছুক্ষেত্রে দল যা করেছে সেটা ক্রিকেট মাঠে গ্রহণ যোগ্য নয় ..."

.