১৮ বছরে সব থেকে খারাপ টেস্ট পারফরম্যান্স বাংলাদেশের, ভারত ছ'য়ে

একমাত্র টেস্ট ম্যাচে ভারতের কাছে নয় উইকেটে হারতে হয়েছিল বাংলাদেশকে। 

Updated By: Nov 10, 2018, 02:18 PM IST
১৮ বছরে সব থেকে খারাপ টেস্ট পারফরম্যান্স বাংলাদেশের, ভারত ছ'য়ে

নিজস্ব প্রতিনিধি : ২০০০ সালের ১০ নভেম্বর। প্রথম টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল বাংলাদেশ। তাও আবার ভারতের বিরুদ্ধে। সেবার বাংলাদেশ সফরে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় দল। একমাত্র টেস্ট ম্যাচে ভারতের কাছে নয় উইকেটে হারতে হয়েছিল বাংলাদেশকে। সে আঠারো বছর আগের কথা। এই আঠারো বছরে টেস্ট ক্রিকেটে অনেক নতুন নতুন অধ্যায় লেখা হয়েছে। তবে আঠারো বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের উত্থানের গল্পটা বেশ ম্যাড়ম্যাড়ে। ২০০০ থেকে ২০১৮ পর্যন্ত সময়পর্বে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আহামরি পারফরম্যান্স করতে পারেনি। বরং তাদের সাফল্যের গ্রাফ বেশ রঙচটা।

আরও পড়ুন-  হেলমেটে বল লেগে লুটিয়ে পড়লেন পাকিস্তানের ইমাম, ফিরল হিউজেস স্মৃতি

আজ থেকে ১৮ বছর আগে এই দিনেই প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। তাই ১০ নভেম্বর দিনটা তাদের কাছে স্পেশাল। এমন দিনে বাংলাদেশের সংবাদমাধ্যম তাদের ক্রিকেট পরিসংখ্যান নিয়ে চর্চা করেছে। সেখানে উঠে এসেছে এক তথ্য। টেস্ট খেলিয়ে দেশগুলোর মধ্যে প্রথম ১৮ বছরে কার কেমন পারফরম্যান্স, তা নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ পেয়েছে। সেই তালিকায় পারফরম্যান্সের নিরিখে সবার পিছনে রয়েছে বাংলাদেশ। সবার উপরে ইংল্যান্ড। ভারত রয়েছে ছয় নম্বরে। অস্ট্রেলিয়া ৪৩টি ম্যাচ খেলেছে। জিতেছে ১৪টি। হেরেছে ২৩টি। ড্র ৬টি ম্যাচে। সাফল্যের হার ৩৯.৫%। ইংল্যান্ড ৪৬টি ম্যাচের মধ্যে জিতেছে ২৬টি। হার ১৪টিতে। ড্র ছটি ম্যাচ। সাফল্যের হার ৬৩ শতাংশ। ভারত প্রথম ১৮ বছরে খেলেছে ২০টি টেস্ট। জেতেনি একটাও। হার ১১টি ম্যাচে। ড্র ৯টি। সাফল্যের হার ২২.৫ শতাংশ। পাকিস্তান ৫৯টি টেস্ট খেলে জিতেছে ১০টি। ১৭টি হেরেছে ও ৩২টি ড্র করেছে। সাফল্যের হার ৪৪.১। শ্রীলঙ্কা ৯৬টি ম্যাচ খেলে ১৬টি জিতেছে মাত্র। ৩৮টি হেরেছে। ড্র ৪২টি ম্যাচ। সাফল্যের হার ৩৮.৫ শতাংশ। সাফল্যের হারে বাংলাদেশ সবার পিছনে। ১০৯টি ম্যাচ খেলেছে তারা। জয় ১০টি ম্যাচে। হার ৮৩। ড্র ১৬। সাফল্যের হার ১৬.৫ শতাংশ।

আরও পড়ুন-  জাদেজার ম্যান অফ দ্য ম্যাচ চেক পড়ে ডাস্টবিনে, কাঠগড়ায় বিসিসিআই

২০০০ সালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৪০০ রান তুলেছিল। জবাবে ভারতীয় দল তোলে ৪২৯। প্রথম ইনিংসে সৌরভ গঙ্গোপাধ্যায় ৮৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। এছাড়া সুনীল যোশি করেছিলেন ৯২ রান। সদাগোপান রমেশ করেছিলেন ৫৮। বাংলাদেশের আমিনুল ইসলাম ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ শেষ হয়ে যায় ৯১ রানে। এক উইকেট হারিয়েই ভারত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

.