EXPLAINED | Bangladesh: আগেই ছিল গুঞ্জন, বদলের বাংলাদেশে অধিনায়কই পাল্টে গেল! সাকিব-সহ তিন স্টারকেও...
Bangladesh named squad for the upcoming ODI series against West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দল ঘোষণা করে দিল বাংলাদেশ, জল্পনাই প্রমাণিত হল সত্য়ি হিসেবে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে (Bangladesh tour of West Indies 2024-25)। দুই ম্য়াচের টেস্টের সঙ্গে রয়েছে তিন ম্য়াচের ওডিআই ও সমসংখ্য়ক ম্য়াচের টি-২০ আই সিরিজ। সোমবার ওডিআই সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই দল দেখে যে আঁতকে উঠতে হবে, তার আভাস ছিল আগেই। বাস্তবে সেটাই প্রমাণিত হল।
আরও পড়ুন: তাজা রক্তে নীল বিপ্লব, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বাদ মহাতারকারা ! তরুণদের হাতেই মশাল
আগে থেকেই ছিল গুঞ্জন ছিল যে, ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকবেন না পদ্মাপারের সুপার স্টার সাকিব আল হাসান। দল ঘোষণা হতেই তা স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপেক্ষায় ছিল টাইগার্স। ভাবা গিয়েছিল যে, শেষ মুহূর্তে হয়তো তাঁকে পাওয়া যাবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে সেই সুসংবাদ দিতে পারেননি শাান্ত। মেরুনবাহিনীর বিরুদ্ধে তাঁকেও পাওয়া যাচ্ছে না। তাই মেহেদি হাসান মিরাজকেই রাতারাতি অধিনায়ক ঘোষণা করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কুঁচকির চোট থেকে এখনও সেরে ওঠেননি শান্ত।
স্কোয়াডে নেই চোট পাওয়া আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। উইকেটরক্ষক-ব্যাটারের সঙ্গে বাংলাদেশ দলের সঙ্গী হতে পারছেন না আরেক চোট পাওয়া তারকা তওহিদ হৃদয়ও। তবে প্রায় এক বছর পর দলে ফিরেলেন আফিফ হোসেন ধ্রুব। ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষবার এই বাঁহাতি ব্যাটারকে দেখা গিয়েছিল ওডিআই বিশ্বকাপে। যদিও ১৪ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন নিয়মিত তারকা ক্রিকেটাররাই।
তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু ৮ ডিসেম্বর। সব ম্যাচই সেইন্ট কিটসে। পরের দুই ম্য়াচ ১০ ও ১২ ডিসেম্বর। বাংলাদেশ দল- মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও নাহিদ রানা।
আরও পড়ুন: যদিও মগডালে ভারত, তবুও লন্ডন বহু দূর! জানুন কোন ৪ শর্তে মিলবে লর্ডসের গেটপাস
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)