মাহমুদুল্লাহ ঝড়ে ১২০ উঠল বাংলাদেশের

ঝড়, বৃষ্টি, কিছুই আটকাতে পারল না এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হওয়া আটকাতে। খেলা শুরু হল শুধু একটু দেরিতে। ২০ ওভারের ম্যাচ হয়ে গেল ১৫ ওভারের। ৪ ওভারের জায়গায় বোলাররা করতে পারলেন শুধু ৩ ওভার বল। টস জিতে প্রথমে ব্যাট করতে বাংলাদেশকে পাঠালেন মহেন্দ্র সিং ধোনি।

Updated By: Mar 6, 2016, 10:23 PM IST
 মাহমুদুল্লাহ ঝড়ে ১২০ উঠল বাংলাদেশের

ওয়েব ডেস্ক: ঝড়, বৃষ্টি, কিছুই আটকাতে পারল না এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হওয়া আটকাতে। খেলা শুরু হল শুধু একটু দেরিতে। ২০ ওভারের ম্যাচ হয়ে গেল ১৫ ওভারের। ৪ ওভারের জায়গায় বোলাররা করতে পারলেন শুধু ৩ ওভার বল। টস জিতে প্রথমে ব্যাট করতে বাংলাদেশকে পাঠালেন মহেন্দ্র সিং ধোনি।

ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৫ ওভারে তুলল ৫ উইকেটে ১২০। তামিম করলেন ১৩। সৌম্য সরকার করেন ৯ বলে ১৪। সাকিব আল হাসান করেন ১৬ বলে ২১। রহিম করেন ৪। মোর্তাজা আউট হন ০ রানে। বাংলাদেশের ইনিংসকে টানেন মাহমুদুল্লাহ এবং সাব্বির রহমান। সাব্বির করেন ২৯ বলে অপরাজিত ৩২ আর মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন মাত্র ১৩ বলে ৩৩ রান করে।
ভারতের হয়ে ১ টি করে উইকেট নেন অশ্বিন, নেহরা, বুমরাহ এবং জাদেজা। হার্দিকের একটা ওভারেই বাংলাদেশ এত রান তুলে ফেলে। না হলে বাংলাদেশের রান ১২০ হতো না। হার্দিক ৩ ওভারে দেন ৩৫ রান।

.