'জো খেলে ওহি খিলে', বায়োপিকের জন্য সচিনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বায়োপিক রিলিজের আগে নিলেন প্রধানমন্ত্রীর আশীর্বাদ,  টুইটে ফটো ক্যাপশানে তা লিখেও দিলেন। শুক্রবার নিজের বায়োপিক 'সচিন অ্যা বিলিয়ন ড্রিমস'-এর সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন সচিন তেন্ডুলকর। নিলেন প্রধানমন্ত্রীর আশীর্বাদও। মাস্টার ব্লাস্টারের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী অঞ্জলিও। তারপরই সচিন তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের ছবিটি টুইটে পোস্টও করেন। সচিনের বায়োপিক নিয়ে নরেন্দ্র মোদী টুইটারে লিখেছিলেন জো খেলে ওহি খিলে। প্রধানমন্ত্রীর এই বার্তা যে তাকে অনুপ্রাণিত করেছে তাও টুইটে জানাতে ভোলেননি তেন্ডুলকর। ছাব্বিশে মে সচিন তেন্ডুলকরের এই বায়োপিক রিলিজ হবে। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জেমস ইরস্ক্রিনের এই ছবিতে সুর দিয়েছেন এআর রহমান।

Updated By: May 19, 2017, 06:48 PM IST
'জো খেলে ওহি খিলে', বায়োপিকের জন্য সচিনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ব্যুরো: বায়োপিক রিলিজের আগে নিলেন প্রধানমন্ত্রীর আশীর্বাদ,  টুইটে ফটো ক্যাপশানে তা লিখেও দিলেন। শুক্রবার নিজের বায়োপিক 'সচিন অ্যা বিলিয়ন ড্রিমস'-এর সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন সচিন তেন্ডুলকর। নিলেন প্রধানমন্ত্রীর আশীর্বাদও। মাস্টার ব্লাস্টারের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী অঞ্জলিও। তারপরই সচিন তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের ছবিটি টুইটে পোস্টও করেন। সচিনের বায়োপিক নিয়ে নরেন্দ্র মোদী টুইটারে লিখেছিলেন জো খেলে ওহি খিলে। প্রধানমন্ত্রীর এই বার্তা যে তাকে অনুপ্রাণিত করেছে তাও টুইটে জানাতে ভোলেননি তেন্ডুলকর। ছাব্বিশে মে সচিন তেন্ডুলকরের এই বায়োপিক রিলিজ হবে। ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জেমস ইরস্ক্রিনের এই ছবিতে সুর দিয়েছেন এআর রহমান।

 

.