রিও অলিম্পিকে টেবল টেনিসে কেমন ফল করল ভারত?

শুধু লন টেনিসেই হতাশাজনক পারফরম্যান্স নয়, টেবল টেনিসেও একই ফল করল ভারত। শরত কমল, সৌম্যজিত ঘোষ, মৌমা দাস এবং মনিকা বাত্রা। মাত্র একশো উনচল্লিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল ভারতের গোটা টেবিল টেনিস দলের স্বপ্ন। দিনের শুরুতেই মাত্র একুশ মিনিটে স্ট্রেট গেমে হেরে যান বাংলার মৌমা। তারপর শরত কমল, সৌম্যজিত ঘোষ এবং মনিকা বাত্রা...একের পর এক খেলোয়াড় অলিম্পিককে বিদায় জানাতে থাকেন।

Updated By: Aug 7, 2016, 04:56 PM IST
রিও অলিম্পিকে টেবল টেনিসে কেমন ফল করল ভারত?

ওয়েব ডেস্ক: শুধু লন টেনিসেই হতাশাজনক পারফরম্যান্স নয়, টেবল টেনিসেও একই ফল করল ভারত। শরত কমল, সৌম্যজিত ঘোষ, মৌমা দাস এবং মনিকা বাত্রা। মাত্র একশো উনচল্লিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল ভারতের গোটা টেবিল টেনিস দলের স্বপ্ন। দিনের শুরুতেই মাত্র একুশ মিনিটে স্ট্রেট গেমে হেরে যান বাংলার মৌমা। তারপর শরত কমল, সৌম্যজিত ঘোষ এবং মনিকা বাত্রা...একের পর এক খেলোয়াড় অলিম্পিককে বিদায় জানাতে থাকেন।

আরও পড়ুন রিও অলিম্পিকে ভাল খবর নেই ভারতীয় টেনিসের জন্য!

এর মধ্যে শুধু মনিকাই একটু লড়াই তুলে ধরেছিলেন। বাকিরা কার্যত আত্মসমর্পণ করেন। সব মিলিয়ে মাত্র দুঘন্টার মধ্যে ভারতের চার টিটি খেলোয়াড় প্রথম রাউন্ডেই হেরে অলিম্পিককে বিদায় জানিয়েছেন।

আরও পড়ুন  রিও অলিম্পিকের তৃতীয় দিনে সবার নজর থাকবে ভারতের কাদের দিকে?

.