মেসির ম্যাজিক, বিড়ালের 'কালো' জাদুতে শুরু বার্সার অভিযান

Updated By: Aug 25, 2014, 08:49 AM IST

বার্সেলোনা (৩) ইলচে (০)

ওয়েব ডেস্ক: লা লিগা বার্সেলোনার প্রথম ম্যাচে মেসি ম্যাজিকও কিছুটা যেন ম্লান হয়ে গেল বিড়ালের কীর্তিতে। লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচে বার্সালোনা জয় দিয়ে শুরু করল। ব্রাজিল বিশ্বকাপের দুরন্ত ফর্মটা যেন বয়ে নিয়ে এসেই নতুন মরসুমের বার্সেলোনার হয়ে ম্যাজিক দেখাতে শুরু করলেন মেসি। ইলচের বিরুদ্ধে জোড়া গোল বিশ্বকাপের সেরা ফুটবলারের। প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতল বার্সেলোনা। জয় দিয়ে বার্সায় কোচিং কেরিয়ার শুরু লুই এনরিকের।

 

তবে মেসির জোড়া গোল কিংবা কোচ লুই এনরিকের জয় দিয়ে শুরু করা নয় আলোচ্য বিষয় হয়ে থাকল ম্যাচের শুরুতে একটা কালো বিড়ালের দৌড়। বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলা শুরুর ৪০ সেকেন্ডের মধ্যে হঠাত্‍ই মাঠে ঢুকে পড়ে সেই কালো বিড়ালটি। জাভিয়ার মাসচারানো দৌড়ে গিয়ে বিড়ালটিকে তাড়াতে গেলে, উল্টে সেই বিড়ালটি গোটা মাঠে দৌ়ডতে শুরু করে। নিরাপত্তারক্ষীদেরও নাজেহাল করে ফেল বিড়ালটি। বিড়ালের দৌড়ে দু মিনিট ব্যাহত হয় খেলা।  

এমনতি কালো বিড়ালকে বলে অশুভ ধরা হয়। কিন্তু অন্তত প্রথম ম্যাচে কালো বিড়াল বার্সার কাছে শুভ হল। এখন দেখার লা লিগার প্রথম ম্যাচের মত কালো বিড়াল মেসিদের কাছে গোটা মরসুম শুভ হয় কি না।

.