জিতল বায়ার্ন, ফাইনালে গেল বার্সা

মিউনিখে মিরাকেল  হল না। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি পর্বে বার্সেলোনাকে হারিয়েও বিদায় নিল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ৩-২ গোলে জিতেও কাজের কাজ হল না। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে জিতে তিন বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লুই এনরিকের বার্সা। ন্যু ক্যাম্পে ৩-০ গোলে জেতাটাই বার্সা ও বায়ার্নের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এলায়েন্স এরিনাতে বায়ার্নকে শুরুতেই এগিয়ে দিয়েছিলেন বেনাটিয়া। তবে প্রথমার্ধেই নেইমারের জোড়া গোলে ক্যাটালিয়ান্সদের ফাইনালের রাস্তা নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে লেওয়ানডোস্কির গোলে ম্যাচের স্কোর হয় ২-২। তারপর থমাস মুলারের গোলে জিতলেও ছিটকে গেল বায়ার্ন।

Updated By: May 13, 2015, 03:29 PM IST
জিতল বায়ার্ন, ফাইনালে গেল বার্সা

ওয়েব ডেস্ক: মিউনিখে মিরাকেল  হল না। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ফিরতি পর্বে বার্সেলোনাকে হারিয়েও বিদায় নিল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ৩-২ গোলে জিতেও কাজের কাজ হল না। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে জিতে তিন বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লুই এনরিকের বার্সা। ন্যু ক্যাম্পে ৩-০ গোলে জেতাটাই বার্সা ও বায়ার্নের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এলায়েন্স এরিনাতে বায়ার্নকে শুরুতেই এগিয়ে দিয়েছিলেন বেনাটিয়া। তবে প্রথমার্ধেই নেইমারের জোড়া গোলে ক্যাটালিয়ান্সদের ফাইনালের রাস্তা নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ার্ধে লেওয়ানডোস্কির গোলে ম্যাচের স্কোর হয় ২-২। তারপর থমাস মুলারের গোলে জিতলেও ছিটকে গেল বায়ার্ন।

 

.