ICC World Cup 2019: গ্লাভস বিতর্কে ধোনির পাশেই বোর্ড! আইসিসিকে চিঠি দিল বিসিসিআই

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই উইকেটকিপিং গ্লাভস হাতেই মাঠে নামবেন মাহি৷

Updated By: Jun 7, 2019, 03:41 PM IST
ICC World Cup 2019: গ্লাভস বিতর্কে ধোনির পাশেই বোর্ড! আইসিসিকে চিঠি দিল বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন : মহেন্দ্র সিং ধোনির কিপিং গ্লাভস থেকে ভারতীয় সেনাবাহিনীর 'ফ্লাইং ড্যাগার' প্রতীক সরানোর জন্য আইসিসির অনুরোধ আপাতত মানছে না বিসিসিআই। রবিবার ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই উইকেটকিপিং গ্লাভস হাতেই মাঠে নামবেন মাহি৷ শুক্রবার তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বোর্ডের সিওএ প্রধান বিনোদ রাই৷

বুধবার বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সেনার প্রতীক আঁকা উইকেটকিপিং গ্লাভস পরে মাঠে নামেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সেনাদের প্রতি ধোনির এই সম্মান প্রদর্শন দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন মাহিভক্তরা। কিন্তু ধোনির কিপিং গ্লাভস থেকে ভারতীয় সেনাবাহিনীর 'ফ্লাইং ড্যাগার' প্রতীক সরানোর জন্য বিসিসিআই-কে অনুরোধ জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আইসিসির জেনারেল ম্যানেজার ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশ ক্লেয়ার ফার্লং বৃহস্পতিবারই জানান, "আমরা বিসিসিআইকে অনুরোধ করেছি ধোনির গ্লাভস থেকে যেন ওই প্রতীকচিহ্ন সরিয়ে দেওয়া হয়।'' আইসিসির নিয়ম বলছে, আইসিসি-র আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনও ক্রিকেটার তাদের খেলার সরঞ্জাম বা পোশাকে এমন কোনও বার্তা থাকবে না যা ব্যবসায়িক, রাজনীতি, ধর্ম কিংবা জাতিগত বার্তা বহন করে।

আরও পড়ুন -  ICC World Cup 2019: বিশ্বকাপের মাঝেই বিতর্কে ধোনি! কিপিং গ্লাভস থেকে সেনাবাহিনীর প্রতীক সরাতে অনুরোধ আইসিসি'র

তবে গ্লাভস বিতর্কে ধোনির পাশেই দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিশ্বকাপের বাকি ম্যাচেও ধোনি ওই উইকেটকিপিং গ্লাভস পরেই খেলবে বলেও আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে বিসিসিআই। বিসিসিআই-এর সিওএ প্রধান বিনোদ রাই সংবাদসংস্থা পিটিআই-কে জানান, " ইতিমধ্যেই বিসিসিআই এই ব্যাপারে আইসিসি-কে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে৷ আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড়রা তাদের খেলার সরঞ্জাম বা পোশাকে কোনও ব্যবসায়িক, ধর্মীয় অথবা মিলিটারি লোগো ব্যবহার করতে পারবে না৷ কিন্তু এটা তো কোনও ভাবে ব্যবসায়িক বা ধর্মীয় নয়৷ সেটা সকলেই জানে।" তিনি আরও বলেন,"এটি প্যারামিলিটারি রেজিমেন্টার ড্যাগারও নয়৷ যেটা ধোনির কিপিং গ্লাভসে দেখা গিয়েছে। সুতরাং ধোনি আইসিসি-র কোনও নিয়ম লঙ্ঘন করেনি৷"
সূত্রের খবর, রবিবার ওভালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগেই সেখানে পৌঁছে যাবেন বোর্ড সিইও রাহুল জহুরি৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জহুরি আইসিসি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন।

 

.