ভূমিকম্প বিধ্বস্ত প্রতিবেশী দেশেরর দিকে সাহায্যের হাত বাড়াল ভারতের ক্রীড়ামহল

নেপালের সাহায্যে এগিয়ে এলো ভারতের ক্রীড়ামহল। নেপালকে এগারো লক্ষ টাকার সাহায্য দিল ভরতীয় ফুটবল ফেডারেশন। নেপালের ক্রিকেটারদের জাতীয় অ্যাকাডেমি ব্যবহার করার প্রস্তাব দিল ভারতীয় বোর্ড।

Updated By: May 1, 2015, 04:43 PM IST
ভূমিকম্প বিধ্বস্ত প্রতিবেশী দেশেরর দিকে সাহায্যের হাত বাড়াল ভারতের ক্রীড়ামহল

ব্যুরো: নেপালের সাহায্যে এগিয়ে এলো ভারতের ক্রীড়ামহল। নেপালকে এগারো লক্ষ টাকার সাহায্য দিল ভরতীয় ফুটবল ফেডারেশন। নেপালের ক্রিকেটারদের জাতীয় অ্যাকাডেমি ব্যবহার করার প্রস্তাব দিল ভারতীয় বোর্ড।

ভূমিকম্প বিধ্বস্থ নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের ক্রীড়ামহল।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মতন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও আর্থিক সাহায্য করল নেপালকে। বাহেরিনে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে নেপালের প্রতিনিধিদের হাতে এগারো লক্ষ টাকা তুলে দেন এআইএফএফ কর্তারা।

এর আগে বিসিসিআই ভূমিকম্প বিধ্বস্থ নেপালের মানুষের সাহায্যার্থে পাচ কোটি টাকা দিয়েছিল। পাশাপাশি বিসিসিআই নেপালের জাতীয় দলের ক্রিকেটারদের পাশেও দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন নেপালের জাতীয় দলের ক্রিকেটাররা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির আধুনিক পরিকাঠামো ব্যবহার করতে পারবেন। যতদিন না নেপালের ক্রিকেট পরিকাঠামো আবার নতুন করে তৈরি হচ্ছে ততদিন নেপালের ক্রিকেটাররা এই সুবিধা পাবেন।

.