একুশের IPL নয় না দশ দলের? দীপাবলির পরেই নতুন ফ্র্যাঞ্চাইজি দলের জন্য দরপত্র ডাকবে বিসিসিআই
একটি ফ্র্যাঞ্চাইজি দল আমেদাবাদ থেকে বলে একপ্রকার নিশ্চিত!
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172462-sukhe71263.jpg?itok=WGT4G2s6)
![একুশের IPL নয় না দশ দলের? দীপাবলির পরেই নতুন ফ্র্যাঞ্চাইজি দলের জন্য দরপত্র ডাকবে বিসিসিআই একুশের IPL নয় না দশ দলের? দীপাবলির পরেই নতুন ফ্র্যাঞ্চাইজি দলের জন্য দরপত্র ডাকবে বিসিসিআই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/11/12/287821-ipl.jpg)
নিজস্ব প্রতিবেদন: মরু শহরে ২০২০ সালের আইপিএল শেষ হতেই ২০২১ সালের আইপিএল নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গেল। আগামী বছর নয় কিংবা দশ দল নিয়ে হতে পারে আইপিএল! সূত্রের খবর, দীপাবলির পর নতুন ফ্র্যাঞ্চাইজি দলের জন্য দরপত্র ডাকতে চলেছে বিসিসিআই।
২০২১ সালে নয় কিংবা দশ দলের আইপিএল হতে পারে বলে জানা যাচ্ছে। একটি ফ্র্যাঞ্চাইজি দল আমেদাবাদ থেকে বলে একপ্রকার নিশ্চিত! আমেদাবাদ থেকে নতুন দল খেললে সেই ফ্র্যাঞ্চাইজির হোম গ্রাউন্ড হতে পারে মোতেরা স্টেডিয়াম। এমনকী ২০২১ সালের আইপিএলের জন্য মেগা অকশান হবে। এমনই ইঙ্গিত এক ফ্র্যাঞ্চাইজি কর্তার।
করোনা উদ্বেগের মাঝেই সফলভাবে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল আয়োজন করে লেটারমার্কস নিয়ে পাস করেছে সৌরভ গাঙ্গুলির বোর্ড।
আরও পড়ুন - ISL 2020-21: উধাও তিন তারা! এটিকে মোহনবাগানের জার্সির রঙে সেই পুরনো ঐতিহ্য