বোর্ড বনাম লোধার লড়াই অব্যাহত, এবার তো উল্টে চাপ লোধা কমিটির উপরই!

বোর্ড বনাম লোধার লড়াই অব্যাহত। লোধা কমিটির প্রস্তাবে সুপ্রিম কোর্ট যে সায় জানিয়েছিল সেটা সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি বলে দাবি করেছেন বোর্ডের আইনি উপদেষ্টা মারকান্ডেয় কাটজু। রবিবার সাংবাদিক সম্মেলন করে বোর্ডের কাছে রিপোর্ট পেশ করেন কাটজু। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বোর্ডকে রিভিউ পিটিশন ফাইল করতে বলেছেন কাটজু। মঙ্গলবার লোধা কমিটির সঙ্গে একান্তে বৈঠকে বসতে চলেছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও বোর্ড সচিব অজয় শিরকে। তার আগেই অবশ্য স্ট্রেট ব্যাটে ছয় মারলেন বিসিসিআইয়ের আইনি উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধানবিচারপতি মারকান্ডেয় কাটজু। ভারতীয় ক্রিকেটের শুদ্ধিকরণে লোধা কমিটির প্রস্তাবে সুপ্রিম কোর্ট যে সায় জানিয়েছিল সেটা সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি বলে দাবি করলেন বোর্ডের আইনি উপদেষ্টা কাটজু। রবিবার সাংবাদিক সম্মেলন করে বোর্ডের কাছে রিপোর্ট পেশ করেন কাটজু। আর এই মঞ্চে ভারতের সর্বোচ্চ আদালতকে সমালোচনায় বিধলেন তিনি। প্রাক্তন প্রধান বিচারপতির স্পষ্ট বক্তব্য সুপ্রিম কোর্টের উচিত ছিল তাদের প্রস্তাবগুলি সাংসদে পাঠানো। যা পরবর্তী সময় আইনে রুপান্তরিত হতে পারত। একই সঙ্গে নিজের রিপোর্টে কাটজু বলেছেন লোধা কমিটির প্রস্তাব রাজ্য সংস্থাগুলির ওপর প্রভাব ফেলবে না কারণ সেটা সংবিধানের  মৌলিক অধিকার সংক্রান্ত উনিশ নং ধারা লঙ্খন করছে। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বোর্ডকে রিভিউ পিটিশন ফাইল করতে বলেছেন কাটজু।

Updated By: Aug 7, 2016, 09:00 PM IST
বোর্ড বনাম লোধার লড়াই অব্যাহত, এবার তো উল্টে চাপ লোধা কমিটির উপরই!

ওয়েব ডেস্ক: বোর্ড বনাম লোধার লড়াই অব্যাহত। লোধা কমিটির প্রস্তাবে সুপ্রিম কোর্ট যে সায় জানিয়েছিল সেটা সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি বলে দাবি করেছেন বোর্ডের আইনি উপদেষ্টা মারকান্ডেয় কাটজু। রবিবার সাংবাদিক সম্মেলন করে বোর্ডের কাছে রিপোর্ট পেশ করেন কাটজু। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বোর্ডকে রিভিউ পিটিশন ফাইল করতে বলেছেন কাটজু। মঙ্গলবার লোধা কমিটির সঙ্গে একান্তে বৈঠকে বসতে চলেছেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও বোর্ড সচিব অজয় শিরকে। তার আগেই অবশ্য স্ট্রেট ব্যাটে ছয় মারলেন বিসিসিআইয়ের আইনি উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধানবিচারপতি মারকান্ডেয় কাটজু। ভারতীয় ক্রিকেটের শুদ্ধিকরণে লোধা কমিটির প্রস্তাবে সুপ্রিম কোর্ট যে সায় জানিয়েছিল সেটা সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি বলে দাবি করলেন বোর্ডের আইনি উপদেষ্টা কাটজু। রবিবার সাংবাদিক সম্মেলন করে বোর্ডের কাছে রিপোর্ট পেশ করেন কাটজু। আর এই মঞ্চে ভারতের সর্বোচ্চ আদালতকে সমালোচনায় বিধলেন তিনি। প্রাক্তন প্রধান বিচারপতির স্পষ্ট বক্তব্য সুপ্রিম কোর্টের উচিত ছিল তাদের প্রস্তাবগুলি সাংসদে পাঠানো। যা পরবর্তী সময় আইনে রুপান্তরিত হতে পারত। একই সঙ্গে নিজের রিপোর্টে কাটজু বলেছেন লোধা কমিটির প্রস্তাব রাজ্য সংস্থাগুলির ওপর প্রভাব ফেলবে না কারণ সেটা সংবিধানের  মৌলিক অধিকার সংক্রান্ত উনিশ নং ধারা লঙ্খন করছে। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বোর্ডকে রিভিউ পিটিশন ফাইল করতে বলেছেন কাটজু।

আরও পড়ুন আপনি মোটা হলে, আপনার অজান্তে এই সর্বানাশা ঘটনাও ঘটছে!

বোর্ড সচিব অজয় শিরকে জানিয়েছেন কাটজুর রিপোর্ট নিয়ে বোর্ড আলোচনা করবে। লোধা কমিটির সঙ্গে তলে তলে সংঘাতের পথে হাঁটার যে প্রস্তুতি নিচ্ছে বোর্ড তার ইঙ্গিত শুক্রবারই পাওয়া গিয়েছিল। এবার আইনি উপদেষ্টার রিপোর্টকে হাতিয়ার করে এগোতে পারেন অনুরাগ ঠাকুররা। সব মিলিয়ে বোর্ড বনাম লোধার লড়াই  জমে যেতে পারে।

আরও পড়ুন  এবারের অলিম্পিকে প্রথম সোনা জিতলেন কে?

.