রিও অলিম্পিকে জ্বলে উঠল ভারতীয় মহিলা তিরন্দাজি দল

রিও অলিম্পিকে একরাশ স্বপ্ন রয়েছে তাঁদের জন্য। যদিও শুরুটা খুব একটা ভালো করতে পারেননি তাঁরা প্রথমদিন। কিন্তু কোয়ালিফিকেশন রাউন্ডে ব্যর্থতা মুছে জ্বলে উঠল ভারতীয় মহিলা তিরন্দাজি দল। কলম্বিয়াকে হারিয়ে রিও অলিম্পিকের কোয়ার্টারে পৌঁছে গেলেন দীপিকা কুমারিরা। কোয়ার্টার ফাইনালে এবার রাশিয়ার মুখোমুখি ভারত।

Updated By: Aug 7, 2016, 08:54 PM IST
 রিও অলিম্পিকে জ্বলে উঠল ভারতীয় মহিলা তিরন্দাজি দল

ওয়েব ডেস্ক: রিও অলিম্পিকে একরাশ স্বপ্ন রয়েছে তাঁদের জন্য। যদিও শুরুটা খুব একটা ভালো করতে পারেননি তাঁরা প্রথমদিন। কিন্তু কোয়ালিফিকেশন রাউন্ডে ব্যর্থতা মুছে জ্বলে উঠল ভারতীয় মহিলা তিরন্দাজি দল। কলম্বিয়াকে হারিয়ে রিও অলিম্পিকের কোয়ার্টারে পৌঁছে গেলেন দীপিকা কুমারিরা। কোয়ার্টার ফাইনালে এবার রাশিয়ার মুখোমুখি ভারত।

আরও পড়ুন আপনি মোটা হলে, আপনার অজান্তে এই সর্বানাশা ঘটনাও ঘটছে!

পদকের সম্ভাবনা উজ্জ্বল করল ভারতীয় মহিলা তীরন্দাজ দল। কলম্বিয়াকে পাঁচ-তিন সেটে হারিয়ে মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌছে গেলেন দীপিকা কুমারি-রা। হাড্ডাহাড্ডি ম্যাচে লাতিন আমেরিকান প্রতিপক্ষদের টেক্কা দেন দীপিকা,বোম্বেলা দেবী আর লক্ষ্মীরাণী মাঝি। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রাশিয়ার মুখোমুখি হবে ভারত। রাশিয়াকে হারাতে পারলেই রিওতে পদক নিশ্চিত হবে ভারতীয় মহিলা তীরন্দাজ দলের।

আরও পড়ুন  এবারের অলিম্পিকে প্রথম সোনা জিতলেন কে?

.