থামল লড়াই, প্রয়াত বেন স্টোকসের বাবা জেড স্টোকস
২০১৯ সালে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের সময়ে স্টোকসের বাবা অসুস্থ হয়ে পড়েন।
নিজস্ব প্রতিবেদন: ব্রেন ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে হার মানলেন প্রাক্তন রাগবি তারকা তথা ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের বাবা জেড স্টোকস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আরও পড়ুন- অলিম্পিকে ব্রেকড্যান্স! যুব সমাজকে যুক্ত করতে বিশেষ পদক্ষেপ IOC-র
নিউ জিল্যান্ডের রাগবি ক্লাব ওয়ার্কিংটাউন যাদের খেলোয়াড় এমনকী কোচের ভূমিকা পালন করেছিলেন জেড স্টোকস। সেই ক্লাবই তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
Sad news. RIP Ged. pic.twitter.com/KmEDFuLRUd
— Workington Town is wearen a fyas cuvveren (@WorkingtonTown) December 8, 2020
২০১৯ সালে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের সময়ে স্টোকসের বাবা অসুস্থ হয়ে পড়েন। জোহানেসবার্গের হাসপাতালে ভর্তি হন। সেখান থেকেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শুরু হয়। দীর্ঘ এক বছর পর অবশেষে হার মানলেন তিনি।
সেপ্টেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই স্টোকস ইংল্যান্ড ছেড়ে নিউ জিল্যান্ডে উড়ে যান। সেখানেই বাবার সঙ্গে বেশ কিছুদিন ক্রাইস্টচার্চে কাটান বেন স্টোকস। তারপর বাবা জেড স্টোকসের অনুরোধেই আইপিএল খেলতে আমিরশাহি গিয়েছিলেন বলে জানান বেন স্টোকস।
আরও পড়ুন - পিকে-চুনীর পর এবার IFA শিল্ডে কৃশানু দে-র নামে পুরস্কার