১৭ বছর ৪৫ দিন বয়স, লিভারপুলে ইতিহাস গড়লেন বেন উডবার্ন
নজির গড়লেন তরুণ ফুটবলার বেন উডবার্ন। লিভারপুলের ইতিহাসে কণিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করলেন এই ফুটবলার। আরও পড়ুন- প্লে-অফে অ্যাটলেটিকোর হ্যাটট্রিক, আইএসএলে ধারাবাহিকতায় সৌরভের দলই সেরা
ব্যুরো: নজির গড়লেন তরুণ ফুটবলার বেন উডবার্ন। লিভারপুলের ইতিহাসে কণিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করলেন এই ফুটবলার। আরও পড়ুন- প্লে-অফে অ্যাটলেটিকোর হ্যাটট্রিক, আইএসএলে ধারাবাহিকতায় সৌরভের দলই সেরা
We imagine @BenWoodburn is still buzzing right now...
Here's how our youngest-ever goalscorer's record compares! pic.twitter.com/H12qdaftFl
— Liverpool FC (@LFC) November 30, 2016
লিগ কাপের ম্যাচে লিডস ইউনাইটেডকে দুই-শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল লিভারপুল। গ্যালারিতে বসে সতেরো বছর পয়তাল্লিশ দিন বয়সি উডবার্নকে নজির গড়তে দেখলেন বিভারপুলের কিংবদন্তি ফুটবলার স্টিভেন জেরার্ড। লিডসের বিরুদ্ধে প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি জুর্গেন ক্লপের দল। পঁচাত্তর মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন ডিভোক ওরিজি। একাশি মিনিটে গোল করে লিভারপুলের দীর্ঘ ইতিহাসের রেকর্ড বইতে নাম লেখালেন উডবার্ন।