মনোজদের বীরপ্রতাপে বিদর্ভ বধ করে বাংলা সেমিতে
বাংলা- ৩১৮/৫। বিদর্ভ-৩০১/৮
ওয়েব ডেস্ক: দেশের এক নম্বর ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে উঠে গেল বাংলা। রাজকোটে মনোজ তিওয়ারির দুরন্ত শতরান আর বীরপ্রতাপ সিংয়ের ৬ উইকেট বাংলাকে তুলে দিল শেষ চারের লড়াইয়ে।
প্রথমে ব্যাট করে শুরুতে কিছুটা ধীরগতিতে শুরু করে বাংলা। অরিন্দম দাস (২০)-এর উইকেট হারানোর পর মনোজ নামেন ক্রিজে। এরপর থেকেই বাংলার দাপট শুরু হয়। দ্বিতীয় উইকেটে মনোজ-শ্রীবত্স যোগ করেন ১৪২ রান। শ্রীবত্স আউট হন ৮৪ রানে। মনোজ একেবারে শেষদিকে আউট হওয়ার আগে করেন ১০১ বলে ১৩৯ রান। মারেন ৪টা বাউন্ডারি, ৯টা ওভার বাউন্ডারি। এই শতরান মনোজের জাতীয় দলে ফেরার লড়াইয়ে আশা জিইয়ে রাখল।
জবাবে ব্যাট করতে নেমে ফৈয়জ ফজল ও এস বদ্রিনাথ দুরন্ত পার্টনারশিপ গড়েন। শতরান করার ঠিক পরেই আউট হয়ে যান ফজল (১০৫)। অন্য প্রান্তে লড়ে যাচ্ছিলেন বদ্রিনাথ। কিন্তু আর কারও কোন সহায়তাই পাননি বদ্রিনাথ। শতরান করার পর বদ্রিনাথ ফিরে যেতেই পরিষ্কার হয়ে যায় বাংলার সেমিফাইনালের টিকিট নিশ্চিত হচ্ছে। ১০ ওভারে ৫১ রান দিয়ে বীরপ্রতাপ সিং নেন ৬টি উইকেট। সেমিফাইনালে বাংলার সামনে কর্নাটক-মুম্বই ম্যাচের বিজয়ী দল।