নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত ড্র হয়ে গেল বাংলা বনাম গোয়ার মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচ। ইডেনে তিন পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল মনোজ তিওয়ারিদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বোর্ডের কাছে ক্রিকেটারদের বেতন বাড়ানোর দাবি জানাবেন বিরাট!


তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পাওয়ায় বিদর্ভের পর গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক আউট রাউন্ডে গেল সাইরাজ বহুতুলের দল। ইডেনে গ্রুপ লিগের ম্যাচের শেষদিনে কোনও নাটক হয়নি। ম্যাচে নিজের দ্বিতীয় শতরানটা করে স্মরণীয় করে রাখলেন অনুস্তুপ মজুমদার। দ্বিতীয় ইনিংসে শতরান করেন ঋতিক চ্যাটার্জিও। জোড়া শতানের ওপর ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলার রান যখন পাঁচ উইকেটে ৩৩৪ ইনিংস ডিক্লেয়ার করে দেন বাংলার অধিনায়ক। গোয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুটো উইকেট তুলে নেন অশোক দিন্দা। সেই দুউইকেট হারিয়ে ৮৬ রান তোলে গোয়া। তখনই ম্যাচ ড্র ঘোষণা করে দেন আম্পায়াররা। জোড়া শতরান করে ম্যাচের সেরা অনুস্তুপ।


আরও পড়ুন- জাহির-সাগরিকার রিসেপশনে তাল ঠুকলেন বিরাট, নাচলেন অনুষ্কার সঙ্গে, দেখুন ভিডিও


শেষ আটের ম্যাচ শুরু হবে সাত ডিসেম্বর থেকে।