সিং ইজ কিংরা নেই, তবু পঞ্জাবকে গুরুত্ব মনোজদের

ইডেনের মত রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচও সবুজ পিচেই খেলতে হবে বাংলাকে। শুক্রবার রঞ্জি ট্রফিতে তাদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে বাংলা। পঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচের পিচ নিয়ে অবশ্য চিন্তিত নন বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি। তাঁর মতে বাংলার পেস অ্যাটাক যথেষ্ট ভাল। ফলে এই ম্যাচ থেকে তারা পুরো পয়েন্ট পেতে মরিয়া। পঞ্জাবের হয়ে এই ম্যাচে খেলবেন না দুই `সিং ইজ কিং`।

Updated By: Nov 8, 2012, 10:42 PM IST

ইডেনের মত রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচও সবুজ পিচেই খেলতে হবে বাংলাকে। শুক্রবার রঞ্জি ট্রফিতে তাদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে বাংলা। পঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচের পিচ নিয়ে অবশ্য চিন্তিত নন বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি। তাঁর মতে বাংলার পেস অ্যাটাক যথেষ্ট ভাল। ফলে এই ম্যাচ থেকে তারা পুরো পয়েন্ট পেতে মরিয়া। পঞ্জাবের হয়ে এই ম্যাচে খেলবেন না দুই `সিং ইজ কিং`। মানে পঞ্জাবের হয়ে খেলবেন না যুবরাজ সিং ও হরভজন সিং। এটা বাংলার কাছে অ্যাডভান্টেজ। তবে বাংলা দলকে ভাবাচ্ছে ইরেজ সাক্সেনার জ্বর। আজ ইরেজ অনুশীলন করেননি। যদি ইরেজ না খেলতে পারেন তাহলে দলে ঢুকবেন অর্ণব নন্দী। বাকি দল অপরিবর্তিতই থাকবে বলে খবর। 

.