বেঙ্গালুরু টেস্ট জিততে অজিদের করতে হবে ১৮৭ রান

বেঙ্গালুরু টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল মাত্র ২৭৪ রানে। সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে অস্ট্রেলিয়াকে এবার করতে হবে ১৮৭ রান। আজ টেস্টের চতূর্থ দিনে ৪ উইকেটে ২১৩ রান হাতে নিয়ে খেলতে নেমেছিল ভারত। কিন্তু জস হ্যাজেলহুডের দুর্দান্ত বোলিংয়ের সামনে আজ আর দাঁড়াতে পারেননি পূজারা, রাহানে, অশ্বিনরা। পূজারা আউট হয়ে যান ৯২ রান করে। রাহানে আউট হন ৫২ রানে। করুন নায়ার খাতাই খুলতে পারেননি এদিন। মিচেল স্টার্কের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ঋদ্ধিমান সাহা অপরাজিত থাকেন ২০ রানে।

Updated By: Mar 7, 2017, 12:00 PM IST
 বেঙ্গালুরু টেস্ট জিততে অজিদের করতে হবে ১৮৭ রান

ওয়েব ডেস্ক: বেঙ্গালুরু টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল মাত্র ২৭৪ রানে। সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে অস্ট্রেলিয়াকে এবার করতে হবে ১৮৭ রান। আজ টেস্টের চতূর্থ দিনে ৪ উইকেটে ২১৩ রান হাতে নিয়ে খেলতে নেমেছিল ভারত। কিন্তু জস হ্যাজেলহুডের দুর্দান্ত বোলিংয়ের সামনে আজ আর দাঁড়াতে পারেননি পূজারা, রাহানে, অশ্বিনরা। পূজারা আউট হয়ে যান ৯২ রান করে। রাহানে আউট হন ৫২ রানে। করুন নায়ার খাতাই খুলতে পারেননি এদিন। মিচেল স্টার্কের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ঋদ্ধিমান সাহা অপরাজিত থাকেন ২০ রানে।

আরও পড়ুন বেঙ্গালুরুতে জিততে গেলে এরকমই ম্যাজিক দেখাতে হবে জাদেজাকে

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট নেন হ্যাজেলহুড। এছাড়া দুটো করে উইকেট পেয়েছেন মিচেল সার্ক এবং ওকিফ। ভারতীয় ইনিংসের শেষ চার উইকেট পড়ে যায় মাত্র ৯ বলের মধ্যেই।

আরও পড়ুন  সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন অনুরাগ ঠাকুর

.