টি ২০ বিশ্বকাপে সেরা ১০ বোলিং পারফরম্যান্স

গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে অশ্বিনের বোলিং পরিসংখ্যান দেখে নিশ্য়ই খুব আনন্দ পেয়েছেন। পাবেন নাই বা কেন! ৪-১-৮-৪। চার ওভারে আট রান দিয়ে চার উইকেট তুলে নিলে তো ভারতীয় ক্রিকেটপ্রেমী হিসেবে আনন্দ পাবেনই। সামনেই তো টি২০ বিশ্বকাপ। অশ্বিন এরকম ছন্দে থাকলে তো, দেশের পক্ষে ভালো খবর। কিন্তু জানেন কী, টি২০ ওয়ার্ল্ড কাপে সেরা বোলিং পরিসংখানগুলো কী কী? তাহলে এক ঝলকে দেখে নিন, টি২০ বিশ্বকাপের সেরা ১০ বোলিং পরিসংখান।

Updated By: Feb 15, 2016, 06:25 PM IST
টি ২০ বিশ্বকাপে সেরা ১০ বোলিং পারফরম্যান্স

ওয়েব ডেস্ক: গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে অশ্বিনের বোলিং পরিসংখ্যান দেখে নিশ্য়ই খুব আনন্দ পেয়েছেন। পাবেন নাই বা কেন! ৪-১-৮-৪। চার ওভারে আট রান দিয়ে চার উইকেট তুলে নিলে তো ভারতীয় ক্রিকেটপ্রেমী হিসেবে আনন্দ পাবেনই। সামনেই তো টি২০ বিশ্বকাপ। অশ্বিন এরকম ছন্দে থাকলে তো, দেশের পক্ষে ভালো খবর। কিন্তু জানেন কী, টি২০ ওয়ার্ল্ড কাপে সেরা বোলিং পরিসংখানগুলো কী কী? তাহলে এক ঝলকে দেখে নিন, টি২০ বিশ্বকাপের সেরা ১০ বোলিং পরিসংখান।

১) ২০১২ - অজন্থা মেন্ডিস - জিম্বাবোয়ের বিরুদ্ধে - ৪-২-৮-৬

২) ২০১৪ - রঙ্গনা হেরাথ - নিউজিল্যান্ডের বিরুদ্ধে - ৩.৩-২-৩-৫

৩) ২০১২ - অজন্থা মেন্ডিস - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে - ৪-০-১২-৪

৪) ২০০৯ - উমর গুল - নিউজিল্যান্ডের বিরুদ্ধে - ৩-০-৬-৫

৫) ২০১২ - সুনীল নারিন - শ্রীলঙ্কার বিরুদ্ধে - ৩.৪-০-৯-৩

৬) ২০০৯ - আবদুল রাজ্জাক - শ্রীলঙ্কার বিরুদ্ধে - ৩-০-২০-৩

৭) ২০১২ - হরভজন সিং - ইংল্যান্ডের বিপক্ষে - ৪-২-১২-৪

৮) ২০০৭ - ইরফান পাঠান - পাকিস্তানের বিরুদ্ধে - ৪-০-১৬-৩

৯) ২০১৪ - অশ্বিন -  শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪-২২-৩

১০) ২০১২ - কালিস - জিম্বাবোয়ের বিপক্ষে - ৪-১-১৫-৪

.